গ্রাম পঞ্চায়েত দফতরে নোটিস। নিজস্ব চিত্র।
নদিয়ার রানাঘাটের এক গ্রাম পঞ্চায়েতের প্রধান তাঁর দফতরে শর্টস (হাফ প্যান্ট) পরে প্রবেশ নিষিদ্ধ করলেন। এ বিষয়ে রামনগর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গেটের বাইরে ঝোলানো রয়েছে নোটিসও। কম্পিউটার ‘প্রিন্ট আউট’-এর সেই নোটিসে লেখা আছে ‘হাফপ্যান্ট পড়ে প্রবেশ নিষেধ’!
বুধবার সকালে, তৃণমুল পরিচালিত পঞ্চায়েতের ওই নোটিস ঘিরে জল্পনা শুরু হয়ে এলাকায়। পঞ্চায়েতের দফতরে কেন পোশাক-বিধির প্রয়োজন পড়ল, তা নিয়ে প্রশ্নও ওঠে। পঞ্চায়েত সূত্রের খবর, ‘দুয়ারে সরকার’ প্রকল্প ঘিরে গত এক মাস যাবত বহু মানুষের আনাগোনা পঞ্চায়েত চত্বরে। আসছেন বহু মহিলাও। এই পরিস্থিতিতে শর্টস বা বারমুডা পরা ‘দৃষ্টিকটু’ বলেই মনে হয়েছে কর্তৃপক্ষের। তাই এমন ফরমান।
রামনগর-২ পঞ্চায়েতের প্রধান সুজিত জোয়ারদার বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত মহিলাদের জন্য নানা প্রকল্প ঘোষণা করছেন। স্বাভাবিক ভাবেই মহিলাদের আনাগোনা পঞ্চায়েতে বেড়ে যাচ্ছে। লক্ষীর ভান্ডার কর্মসূচির জন্য পঞ্চায়েত দফতরে মহিলাদের যাতায়াতও বেড়েছে। এমন সময়ে প্রাপ্তবয়স্ক পুরুষেরা শর্টস পরে আসায় অনেক মহিলা আপত্তি তুলেছেন। ফলে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’’