Death

পুকুরে মাছ ধরা নিয়ে বিবাদে জের! মুর্শিদাবাদে ভোজালির কোপে মৃত্যু যুবকের

এই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সুরিন্দর সিংহ বলেন, ‘‘ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। তদন্ত চলছে।’’

Advertisement
নিজস্ব সংবাদদাতা
সাগরপাড়া শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৩ ২৩:৩৩
deadbody.

ভোজালির কোপ মেরে যুবককে খুন করা হয়েছে বলে পরিবারের দাবি। প্রতীকী ছবি।

পুকুরে মাছ ধরা নিয়ে দুই পরিবারের সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সাগরপাড়ায় ঘটনাটি ঘটেছে। মৃত যুবকের নাম পাইলট শেখ (২৮)। ভোজালির কোপ মেরে যুবককে খুন করা হয়েছে বলে পরিবারের দাবি। এই ঘটনায় প্রত্যক্ষ ভাবে জড়িত থাকার অভিযোগ উঠেছে শাসক দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। যদিও তিনি তা অস্বীকার করেছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাস্থলে সাগরপাড়া ও রানিনগর থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। গ্রেফতার ২ জন।

স্থানীয় সূত্রে খবর, একটি পুকুর নিয়ে আনসার মণ্ডল ও জানারুল মণ্ডলের পরিবারের মধ্যে দীর্ঘ দিনের বিবাদ। সেই পুকুরে বৃহস্পতিবার সকালে মাছ ধরা শুরু হলে বিবাদ চরম আকার নেয়। সেই বিবাদেই জড়িয়ে পড়ে পাইলটের পরিবার। মৃতের দাদা মোতালিব শেখের অভিযোগ, তাঁরা ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ভাবে যুক্ত না হলেও তাঁদেরকে বেছে বেছে নিশানা করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত ৬ জনকে প্রথমে গোধনপাড়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় পাইলটের।

Advertisement

মোতালিব বলেন, ‘‘পঞ্চায়েত প্রধান কামালউদ্দিন আহমেদ নিজে দাঁড়িয়ে থেকে গোটা অপারেশন চালিয়েছে। তার নির্দেশে আমার ভাইয়ের উপরে প্রাণঘাতী হামলা হয়। আমার ভাইয়ের খুনের জন্য ওর চরমতম শাস্তি হোক।’’ যদিও সব অভিযোগ অস্বীকার করেন কামালউদ্দিন। বলেন, ‘‘রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে ফাঁসানো হচ্ছে। আমি এ ব্যাপারে কিছুই জানি না।’’

এই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সুরিন্দর সিংহ বলেন, ‘‘ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। তদন্ত চলছে।’’

আরও পড়ুন
Advertisement