Drowning Death

মায়াপুরে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন মেদিনীপুরের তরুণ, ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি

সাঁতার না জানার কারণে এক বন্ধু সেখানেই তলিয়ে যান। অন্য বন্ধুরা কোনও ক্রমে উঠে আসেন ডাঙায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
নবদ্বীপ শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৩১
An image of drowning

—প্রতীকী চিত্র।

রাধাঅষ্টমী উপলক্ষে খড়গপুর থেকে নদিয়ার মায়াপুর ইসকনে ঘুরতে এসে তলিয়ে গেলন এক তরুণ। জানা গিয়েছে, ওই তরুণের নাম রোহিত শর্মা। বয়স ১৭ বছর। মেদিনীপুর কলেজের বিএ প্রথম বর্ষের পড়ুয়া নিখোঁজ তরুণ।

Advertisement

সূত্রের খবর, তিন বন্ধু শনিবার দুপুরে রাধাষ্টমী উপলক্ষে সকালে মায়াপুর ইসকনে ঘুরতে আসেন। তিন জনে স্নান করতে নামেন নবদ্বীপের ভাগীরথী নদীর মহাতীর্থ শচীমাতা ঘাটে। সাঁতার না জানার কারণে এক বন্ধু সেখানেই তলিয়ে যান। অন্য বন্ধুরা কোনও ক্রমে উঠে আসেন ডাঙায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ। ঘটনাস্থলে যায় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও। তিন জনেই মেদিনীপুর সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র। তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভাগীরথী নদী তীরবর্তী এলাকায়।

প্রত্যক্ষদর্শী রঞ্জন মল্লিক বলেন, ‘‘তিন বন্ধুর মধ্যে এক জন ব্যাগ পাহারা দিচ্ছিলেন। দু’জন স্নান করতে নামে। কিছু ক্ষণের মধ্যেই একজন চিৎকার করতে শুরু করে আর এক জন তলিয়ে যেতে থাকেন। নিমিষের মধ্যেই তলিয়ে যান এক তরুণ।’’ কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার কে অমরনাথ বলেন, ‘‘ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম ঘটনাস্থলে পৌঁছেছে। তল্লাশি চলছে।’’

আরও পড়ুন
Advertisement