Missing

Missing: ব্যাঙ্কে কেওয়াইসি জমা দিতে বেরিয়ে নিখোঁজ একই পরিবারের ৩ নাবালিকা, জানানো হল পুলিশে

তিন নাবালিকা বিষ্ণুপুর গার্লস হাই স্কুলের নবম, দশম এবং দ্বাদশ শ্রেণির ছাত্রী। তারা সম্পর্কে তুতো বোন। এ নিয়ে মিসিং ডায়েরি করা হয়েছে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২২ ১৬:২২
তিন নাবালিকা নিখোঁজ।

তিন নাবালিকা নিখোঁজ। প্রতীকী ছবি।

ব্যাঙ্কে কেওয়াইসি জমা দিতে বেরিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হল তিন নাবালিকা। তারা একই পরিবারের সদস্য। ঘটনাটি ঘটে নদিয়া চাকদহ থানার দুধকুমার এলাকাতে। পুলিশ ওই তিন নাবালিকার সন্ধানে নেমেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৪ জানুয়ারি বাড়ি থেকে বেরিয়েছিল ওই তিন নাবালিকা। নিখোঁজদের পরিবার সূত্রে জানা গিয়েছে, চাকদহের বিষ্ণুপুরের একটি ব্যাঙ্কে কেওয়াইসি জমা দেওয়ার নাম করে তারা বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু তার পর আর ফেরেনি। তাদের মোবাইলও সুইচড অফ। তাদের আত্মীয়দের বাড়িতেও খোঁজখবর করা হয়। কিন্তু কোথাওই তাদের সন্ধান মেলেনি। এর পর পুলিশের কাছে মিসিং ডায়েরি করা হয়।

Advertisement

ওই তিন নাবালিকা বিষ্ণুপুর গার্লস হাই স্কুলের নবম, দশম এবং দ্বাদশ শ্রেণির ছাত্রী। তারা সম্পর্কে তুতো বোন। নিখোঁজ হওয়ার পিছনে কী রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন