Death In Septic Tank

তিন শ্রমিকের মৃত্যু নদিয়ায়, ঢালাইয়ের পাটা খুলতে নয়া সেপটিক ট্যাঙ্কে নেমে ঘটল বিপত্তি

ঢালাইয়ের পাটা খুলতে নবনির্মিত সেপটিক ট্যাঙ্কে একে একে নামেন তিন শ্রমিক। অসুস্থ হয়ে পড়েন সকলেই। তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
ভীমপুর শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৩ ১৭:৩৮
3 died when clearing septic tank at Bhimpur of Nadia

সেপটিক ট্যাঙ্কে নেমে তিন শ্রমিকের মৃত্যু। প্রতীকী চিত্র।

ঢালাইয়ের পাটা খুলতে নতুন সেপটিক ট্যাঙ্কে নেমে অসুস্থ হয়ে মৃত্যু হল তিন শ্রমিকের। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে নদিয়ার ভীমপুর থানার নতুনগ্রাম এলাকায়। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে ঘটনাটি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীপক বিশ্বাস নামে নতুনগ্রাম এলাকার এক বাসিন্দার বাড়িতে নির্মাণকাজ চলছিল। সেই সময় ঢালাইয়ের পাটা খুলতে নবনির্মিত সেপটিক ট্যাঙ্কে একে একে নামেন তিন শ্রমিক। প্রথম জনের কোনও সাড়া না পাওয়ায় দ্বিতীয় জন নেমেছিলেন ট্যাঙ্কের ভিতর। তাঁরও সাড়া না মেলায় তৃতীয় জন নামে ওই ট্যাঙ্কে। কিন্তু শেষ পর্যন্ত তিন জনের কারও সাড়াশব্দ না পাওয়ায় চিৎকার করতে থাকেন অন্যান্য শ্রমিকেরা। আশপাশের বাসিন্দারা মিলে ট্যাঙ্কটি ভাঙার চেষ্টা করে। এর পর খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভীমপুর থানার পুলিশ। জেসিবি এনে শুরু হয় উদ্ধারকাজ। তিন শ্রমিককে তোলা হয় গর্ত থেকে। তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা তিন জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃত শ্রমিকদের নাম শুভেন্দু দে (২৮), সুমন বিশ্বাস (৩০) এবং অমৃত বিশ্বাস (৩১)।

Advertisement

কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার ঈশানী পাল বলেন, ‘‘পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। প্রত্যেককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।’’ নির্মাণের উপযুক্ত অনুমতি ছিল কি না, তা খতিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন
Advertisement