হোটেলে নগদ টাকা উদ্ধারে পুলিশ। —নিজস্ব চিত্র।
নাকা তল্লাশির সময় প্রায় ৩৫ কোটি টাকার হেরোইন উদ্ধার করল পুলিশ। সেই সূত্র ধরে হোটেলে গিয়ে মিলেছে প্রচুর নগদ টাকা। সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকায়। ব্যাঙ্ক থেকে টাকা গোনার মেশিন নিয়ে যাওয়া হয়েছে হোটেলে। পুলিশ সূত্রে খবর, ৩৮ লক্ষ ১৫ হাজার টাকা উদ্ধার হয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু’জনকে।
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রঘুনাথগঞ্জ থানার তালাইমোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। ১২ নম্বর জাতীয় সড়কে এক বাইকচালককে সন্দেহ হয় তাদের। তাঁকে আটকে জিজ্ঞাসাবাদ করা হয়। বাইকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ৩ কিলোগ্রাম হেরোইন। নিষিদ্ধ মাদক বহনের অভিযোগে কুরবান শেখ নামে ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওমরপুরের একটি হোটেলে হানা দিয়ে জনৈক নাজির হোসেনকে আটক করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার হয় প্রচুর টাকা। টাকা গুনতে হোটেলে নিয়ে যাওয়া হয় টাকা গোনার মেশিন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরএ বড়চক্রের সন্ধান পাওয়া যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত কুরবান বহরমপুরের দিক থেকে হেরোইন নিয়ে যাচ্ছিলেন ওমরপুরের হোটেলে। সেখানে নাজিরের হাতে ওই মাদক পৌঁছে দেওয়ার কথা ছিল। নাজিরের কাছে গিয়ে পাওয়া যায় বিপুল অঙ্কের টাকা। কোথা থেকে এত টাকা পেয়েছেন, তার সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত। বস্তুত, গত কয়েক মাসে মুর্শিদাবাদ-মালদহ সীমানায় মাদক পাচারের ঘটনা বেড়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে হেরোইন, ইয়াবার পাচারচক্রের সক্রিয়তা বেড়েছে।
হেরোইন পাচারের অভিযোগে ধৃত দু’জনকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে পুলিশ সূত্রে খবর। টাকার উৎস এবং মাদকচক্রের নেটওয়ার্ক খুঁজতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হতে পারে। সংশ্লিষ্ট হোটেলের মালিক-সহ অন্যান্য সন্দেহভাজনের একটি তালিকা তৈরি করা হচ্ছে।