ফাইল চিত্র।
নতুন বছরের শুরুতেই কোভিডের বাড়বাড়ন্ত বাড়িয়েছে উদ্বেগ। সাধারণ মানুষ ছাড়াও চিকিৎসক, নার্সেদের মতো প্রথম সারির যোদ্ধাদেরও রাজ্য জুড়ে আক্রান্ত হওয়ার সংখ্যাটাও উল্লেখযোগ্য। কলকাতার প্রথমসারির বেশ কয়েকটি হাসপাতালে কোভিডে আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের সংখ্যাটা ১০০-র কাছাকাছি পৌঁছে গিয়েছে। সেই তালিকায় যোগ হল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের নাম। ওই হাসপাতালে এখনও অবধি ১০ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০ জন করোনা আক্রান্তের মধ্যে রয়েছেন মেডিসিন বিভাগের দু’জন চিকিৎসক, দু’জন স্ত্রী-রোগ বিশেষজ্ঞ এবং পাঁচ জন নার্সিং স্টাফ। এ ছাড়া গ্রুপ সি-র এক কর্মী। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মীরা কোভিডে আক্রান্ত হতেই নড়ে চড়ে বসেছে জেলা স্বাস্থ্য দফতর।
মঙ্গলবার বহরমপুরের মাতৃ সদনে কোভিড হাসপাতাল পরিদর্শন করেন জেলা প্রশাসনের আধিকারিকেরা। সেখানকার পরিষেবা ব্যবস্থা খতিয়ে দেখেন মুর্শিদাবাদের জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী, মুর্শিদাবাদের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক সন্দীপ সান্যাল-সহ অন্যান্যরা।