viral news of house

বাড়ি কিনলে বিনামূল্যে মিলবে চার কোটির ল্যাম্বর্ঘিনি! কারা দিচ্ছে এই সুযোগ?

গ্রেটার নয়ডায় অবস্থিত এই সংস্থাটি বিভিন্ন বিলাসবহুল ভিলা তৈরি করেছে যার দাম ৫১ লাখ থেকে ৩০ কোটি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১০:৩৫
Real estate developer offers luxury Villa Comes with a free Lamborghini

—প্রতীকী ছবি।

বাড়ি কিনলেই হওয়া যাবে গাড়ির মালিক। তাও আবার যে সে গাড়ি নয়, একেবারে ল্যাম্বর্ঘিনি! এমনই এক আকর্ষণীয় প্রস্তাব দিয়েছে নয়ডার এক আবাসন প্রস্তুককারক সংস্থা। ক্রেতাদের বিলাসবহুল বাড়ি কেনায় উৎসাহী করতে এই ঘোষণা করেছে সংস্থাটি। তারা জানিয়েছে, ২৬ কোটির একটি ভিলা কিনলে বিনামূল্যে দেওয়া হবে একটি ল্যাম্বর্ঘিনি। যার মূল্য চার কোটি টাকা। এই সংক্রান্ত একটি পোস্ট সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চর্চা শুরু হয়েছে। যদিও সেই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

গ্রেটার নয়ডায় অবস্থিত এই সংস্থাটি বিভিন্ন বিলাসবহুল ভিলা তৈরি করেছে যার দাম ৫১ লাখ থেকে ৩০ কোটি। সমাজমাধ্যম এক্সে নির্মাণকারী সংস্থার কর্ণধার গৌরব গুপ্তের একটি পোস্ট নজর কেড়েছে ব্যবহারকারীদের। তবে ভিলার দাম ২৬ কোটি হলেও এটি কেনার পরেও কিছু অতিরিক্ত মূল্য চোকাতে হবে ক্রেতাদের। পরবর্তী একটি পোস্টে এমন কথাই লিখেছেন তিনি। গাড়ি বিনামূল্যে দিলেও তা রাখার জন্য ক্রেতাদের পকেট থেকে টাকা গুনতে হবে বলে জানানো হয়ছে সেই পোস্টে। সেখানে বলা হয়েছে পার্কিংয়ের জন্য ৩০ লক্ষ, অবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সাড়ে সাত লক্ষ এবং ক্লাব সদস্য পদ পাওয়ার জন্য আরও সাড়ে সাত লক্ষ টাকা অতিরিক্ত খরচ করতে হবে। এই পোস্টটি ভাইরাল হওয়ার পর বিতর্কের ঝড় উঠেছে। কিছু সমাজমাধ্যম ব্যবহারকারী বিলাসবহুল বাড়ি ও গাড়ি একসঙ্গে পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। এটি সত্যি, না সংস্থার বিপণন কৌশল সে নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকে।

আরও পড়ুন
Advertisement