KK

Rupankar: হু ইজ দিস কেকে ম্যান! কেক প্রস্তুতকারী সংস্থার সঙ্গে বাতিল হতে পারে রূপঙ্করের চুক্তি

সকাল থেকেই ওই কেক প্রস্তুতকারী সংস্থাকে বয়কটের দাবি ওঠে নেটমাধ্যমে। তার পরেই সংস্থার তরফে লিখিত ভাবে এ কথা জানানো হয়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ জুন ২০২২ ১৬:১৮

গ্রাফিক— শৌভিক দেবনাথ।

গায়ক রূপঙ্কর বাগচী একটি কেক প্রস্তুতকারী সংস্থার ‘জিঙ্গল’ গেয়েছিলেন। জনপ্রিয় সেই ‘জিঙ্গল’ নিয়ে এ বার সিদ্ধান্ত নিতে চলেছে ওই সংস্থা। বলিউড গায়ক কেকে-কে নিয়ে করা রূপঙ্করের মন্তব্যকে সমর্থন না করার কথা বলে শুক্রবার তারা নেটমাধ্যমে জানিয়েছে, জিঙ্গল নিয়ে যথা সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শুক্রবার সকাল থেকেই ওই কেক প্রস্তুতকারী সংস্থাকে বয়কটের দাবি ওঠে নেটমাধ্যমে। তার পরেই সংস্থার তরফে লিখিত ভাবে জানানো হয়, ‘গায়ক রূপঙ্কর বাগচীর মন্তব্যে আমরা দুঃখিত। রূপঙ্কর বাগচী যা বলেছেন, তার সঙ্গে আমরা সহমত পোষণ করি না। ক্রেতাদের অনুভূতিকে মাথায় রেখে ব্র্যান্ড জিঙ্গল নিয়ে আমরা যথাসময়ে সিদ্ধান্ত নেব।’

Advertisement

এ ব্যাপারে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করে কেক প্রস্তুতকারী সংস্থা ‘মিও আমোরে’র সঙ্গে। সংস্থার বিপণন বিভাগের এক কর্তা জানান, এই বিষয়ে সংস্থার যা অবস্থান নেটমাধ্যমে তা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন
Advertisement