Midnapore TMC

দলের কোন্দল মেটাতে যুযুধান শিবিরকে নিয়ে বৈঠক তৃণমূলে 

কমিটির উপদেষ্টা করা হয় তমলুক ব্লকের অন্যতম তৃণমূল নেতা তথা জেলাপরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ সোমনাথ বেরা এবং তৃণমূলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সানাউল্লাহ খানকে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ০৯:৪৩
—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

গ্রামীণ তমলুক ব্লকেই রয়েছে তমলুক, ময়না ও নন্দকুমারের মতো বিধানসভা এলাকা। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ব্লক এলাকায় শাসকদল তৃণমূলের গোষ্ঠী কোন্দল গত প্রায় এক বছর ধরে চলছে বলে অভিযোগ।

Advertisement

তমলুক ব্লক তৃণমূলের সভাপতি অর্ণব চক্রবর্তী সঙ্গে তমলুক পঞ্চায়েত সমিতির সভাপতি ঝর্ণা হাইত বর্মণ ও প্রাক্তন ব্লক তৃণমূল যুব সভাপতি অমল বর্মণের কোন্দল ঘিরে অস্বস্তিতে পড়েছেন জেলার তৃণমূল নেতৃত্ব। তমলুক কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্কের ভোটের মুখে দলের কোন্দল মিটিয়ে ভোট ময়দানে নামাতে গত ২৪ নভেম্বর তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্রের বিধায়ক কার্যালয়ে তমলুক ব্লকের যুযুধান শিবিরের সমস্ত নেতাদের নিয়ে বৈঠক করেছিলেন তৃণমূল জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক সহ অন্য জেলা নেতৃত্ব।

দলীয় সূত্রের খবর, বৈঠকে যুযুধান দুই শিবিরের নেতাদের বক্তব্য শোনার পাশাপাশি জেলা নেতৃত্ব তমলুকের ব্লক তৃণমূল নেতাদের একসঙ্গে চলার পরামর্শ দেন ও আসন্ন তমলুক কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্কের নির্বাচনের ভোট প্রচারে নামার নির্দেশ দেন। ব্লক তৃণমূলের যুযুধান শিবিরের নেতাদের নিয়ে ১০ সদস্যের একটি কোর কমিটি গড়ে দেওয়া হয়। কমিটির উপদেষ্টা করা হয় তমলুক ব্লকের অন্যতম তৃণমূল নেতা তথা জেলাপরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ সোমনাথ বেরা এবং তৃণমূলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সানাউল্লাহ খানকে।

দলীয় সূত্রে খবর, তৃণমূল জেলা নেতৃত্বের হস্তক্ষেপে তমলুক ব্লক তৃণমূল সভাপতি অর্ণব চক্রবর্তী এবং পঞ্চায়েত সমিতির সভাপতি ঝর্ণা হাইত বর্মণ, প্রাক্তন ব্লক যুব তৃণমূলের অমল বর্মণেরা ঐক্যমত্যে এসেছিলেন। ওই বৈঠকের পরদিন তমলুক ব্লকে একটি বৈঠক করার কথা ছিল যুযুধান সব ব্লক নেতাদের। কিন্তু বৈঠকের স্থান নিয়ে মতানৈক্যের জেরে বৈঠক বাতিল হয় বলে অভিযোগ।

এমন পরিস্থিতিতে রবিবার ফের তমলুক শহরে বিধায়ক সৌমেন মহাপাত্রের বিধায়ক কার্যালয়ে তমলুক ব্লক তৃণমূলের দুই পক্ষের নেতাদের নিয়ে বৈঠক করেন তৃণমূল জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়, জেলা চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি, জেলাপরিষদের সভাধিপতি উত্তম বারিক, তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র ও নন্দকুমারের বিধায়ক সুকুমার দে।

এ দিনের বৈঠকে তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র এবং জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় তমলুক ব্লক নেতৃত্বকেই ঐক্যবদ্ধভাবে চলার নির্দেশ দেন। শীঘ্রই ব্লকে দলের সব অঞ্চল সভাপতি, গ্রামপঞ্চায়েত প্রধান ও অন্য নেতাদের নিয়ে বৈঠক করে সমবায় ব্যাঙ্কের ভোট প্রচারের কর্মসূচি পালনের নির্দেশও দেওয়া হয়েছে। তমলুক ব্লকে দলের অন্যতম নেতা তথা কোর কমিটির উপদেষ্টা সোমনাথ বেরাকে এ বিষয়ে দায়িত্ব নিতে বলা হয়েছে। তৃণমূলের তমলুক(জেলা) সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘তমলুক ব্লকে দলের নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে চলতে বলা হয়েছে। তমলুক কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্কের নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারের কর্মসূচি নিতে বলা হয়েছে।’’ তমলুক ব্লক তৃণমূলের কোর উপদেষ্টা সোমনাথ বেরা বলেন,‘‘নেতৃত্বর পরামর্শ মতো ব্লকের সমস্ত নেতাদের নিয়েই আগামী মঙ্গলবার বৈঠক করা হবে।’’

Advertisement
আরও পড়ুন