Dilip Ghosh

Dilip Ghosh: খড়্গপুরের গেরুয়া শিবিরে ভাঙন, অনেকে দল ছাড়ছে আবার ফিরে আসছে অনেকে, মন্তব্য দিলীপের

খড়গপুর পুরসভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বেশ কয়েকজন নেতা-কর্মী। তাঁদের মধ্যে অন্যতম যুব মোর্চার সভাপতি অভিষেক সাহু।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২২ ১৮:৩৮
দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ। ফাইল চিত্র ।

বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি এবং মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষের খড়্গপুর সফরের মধ্যেই ভাঙন ধরল খড়্গপুরের গেরুয়া শিবিরে। বুধবার খড়গপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বেশ কয়েকজন নেতা-কর্মী। তাঁদের মধ্যে অন্যতম হলেন খড়্গপুর বিজেপি-র দক্ষিণ মণ্ডলের যুব মোর্চার সভাপতি অভিষেক সাহু। অভিষেক-সহ বিজেপি-র অন্যান্য কর্মী সমর্থকরাও এইদিন বিজেপিতে যোগ দেন।

এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘‘অনেকে দল ছেড়ে যাচ্ছে আবার অনেকে আসছে। এই প্রক্রিয়া চলতেই থাকবে। এখন নির্বাচন আছে তাই টিকিট পাওয়ার সম্ভাবনা দেখে সবাই তৃণমূলে যোগ দিচ্ছে।’’ তবে আগে যারা গিয়েছিল তারা আবার দলে ফিরে আসছে বলেও দিলীপের দাবি।

Advertisement

তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বিজেপি ছেড়ে আসা নেতা-কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন।

সুজয় বলেন, ‘‘তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে, তৃণমূলের দরজা খুলে দিলে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি বিদায় হয়ে যাবে।’’

তিনি জানান, এর মধ্যেই তাঁরা বহু জায়গা থেকে দলে যোগ দিতে ইচ্ছুক মানুষের আবেদন পাচ্ছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আদর্শ মানেন এ রকম বাছাই করা কর্মঠ যুবকদেরই তাঁরা দলে নিচ্ছেন বলেও তিনি স্পষ্ট করেন। এই যুবকদের পেয়ে আগামী দিনে খড়্গপুর তৃণমূল আরও শক্তিশালী হবে বলেও সুজয় মন্তব্য করেন ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement