Critical Operation

স্তনে ‘বিরল’ টিউমার, মেডিক্যালে অস্ত্রোপচার

মহিলার নাম খুকুমণি হেমব্রম। বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। অসুস্থ অবস্থায় ওই মহিলাকে মেদিনীপুর মেডিক্যালে নিয়ে আসা হয়েছিল। পরীক্ষা করে দেখা গিয়েছিল যে, মহিলার রক্তে শর্করার মাত্রা কমে গিয়েছে, অস্বাভাবিক ভাবেই।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৫ ০৯:২৭

— প্রতীকী চিত্র।

অস্ত্রোপচারে ২৮ বছরের এক মহিলার স্তন থেকে টিউমার বাদ দিলেন চিকিৎসকেরা। সাধারণ টিউমার নয়, ‘ফিলোডস’ টিউমার। চিকিৎসকদের মতে, খুবই বিরল টিউমার এটি। মহিলার ডানদিনের স্তনের ওই টিউমার মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে।

Advertisement

হাসপাতাল সুপার জয়ন্ত রাউত বলেন, ‘‘সফল অস্ত্রোপচার হয়েছে। রোগিণীর অবস্থা স্থিতিশীল।’’ সম্প্রতি এই অস্ত্রোপচারে মেডিক্যাল বোর্ড গড়া হয়েছিল। ছিলেন জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, কার্ডিয়োলজি, অ্যানাস্থেশিয়োলজি, এন্ডোক্রিনোলজি ইউনিটের চিকিৎসকেরা।

মহিলার নাম খুকুমণি হেমব্রম। বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। অসুস্থ অবস্থায় ওই মহিলাকে মেদিনীপুর মেডিক্যালে নিয়ে আসা হয়েছিল। পরীক্ষা করে দেখা গিয়েছিল যে, মহিলার রক্তে শর্করার মাত্রা কমে গিয়েছে, অস্বাভাবিক ভাবেই। চিকিৎসা পরিভাষায় একে বলা হয় ‘হাইপোগ্লাইসিমিয়া’। তাঁর ডানদিকের স্তন ফোলা ছিল। ওই মহিলা চিকিৎসকদের জানান, গত কয়েক বছর ধরে ফোলাটা একটু একটু করে বেড়েছে। আগেও তিনি চিকিৎসা করিয়েছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। ফোলা অংশ আয়তনে ক্রমশই বাড়তে থেকেছে। মহিলার বায়োপ্সি রিপোর্ট এলে পরিষ্কার হয় যে, তাঁর স্তনে বাসা বেঁধেছে টিউমার। এরপর আরও নানা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু করা হয়।

চিকিৎসকেরা দেখেন, এ ক্ষেত্রে একটি বিরল উপসর্গ রয়েছে এই রোগীর। মহিলার স্তনের টিউমার থেকে নিঃসৃত হচ্ছে আইজিএফ-২ নামক (ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর-২) এক প্রোটিন হরমোন যা ইনসুলিনের মতোই রক্তে শর্করার মাত্রা কমিয়ে দেয়। দেরি না করে, এরপরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। হাসপাতালের এক আধিকারিক বলেন, ‘‘সফল অস্ত্রোপচার হয়েছে। সায়েন্টিফিক জার্নাল ঘেঁটে দেখেছি, বিশ্বে এমন ১২টি কেস-রিপোর্টেড রয়েছে। নিশ্চিত আরও বেশি কেস হয়েছে।’’

Advertisement
আরও পড়ুন