Sarasari Mukhyomantri

‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে দুর্নীতির নালিশ, পোস্ট আধিকারিকের 

মাস তিনেক হল মৃদুল মেদিনীপুরে এসেছেন। এর আগে দার্জিলিঙের মিরিকে কর্মরত ছিলেন। মঙ্গলবারই ইডি কয়েকটি জেলায় হানা দিয়েছে।

Advertisement
বরুণ দে
মেদিনীপুর শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:১৯
ফেসবুকের এই পোস্ট ঘিরেই চর্চা চলছে। 

ফেসবুকের এই পোস্ট ঘিরেই চর্চা চলছে।  barunabp.mid10@gmail.com

একশো দিনের কাজে অনিয়মের তদন্তে তল্লাশি-অভিযান শুরু করেছে ইডি। একাধিক জেলায় ডিএমডিসি (ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর) পদমর্যাদার আধিকারিকদের কোয়ার্টারে তল্লাশি হয়েছে। এ নিয়ে শোরগোলের মধ্যেই দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ তোলার ‘ডাক দিয়ে’ ফেসবুকে পোস্ট করলেন ডিএমডিসি পদমর্যাদারই এক আধিকারিক। আর সেই অভিযোগ জানানোর আর্জি জানালেন `সরাসরি মুখ্যমন্ত্রী’তে।

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়েই সমাজমাধ্যমে ওই পোস্ট করেছেন পশ্চিম মেদিনীপুরের জেলা সদরে কর্মরত ডিএমডিসি পদমর্যাদার আধিকারিক মৃদুল শ্রীমানী। নিজের পোস্টে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচির ফোন নম্বর, ই-মেল আইডি দিয়ে অভিযোগ জানাতে বলেছেন তিনি। দুর্নীতির অভিযোগ জানানোর আহ্বানের পাশাপাশি তিনি লিখেছেন, ‘সরকারি অফিসে হয়রানির ঘটনা ঘটলে ফোন করে বা ই-মেল করে জানিয়ে দিন।’ তাঁর পোস্টে আরও রয়েছে, ‘বাংলাকে এগিয়ে চলতে সাহায্য করুন। আমার বাংলা, দুর্নীতিমুক্ত বাংলা। আমার বাংলা, হয়রানি মুক্ত বাংলা।’

মাস তিনেক হল মৃদুল মেদিনীপুরে এসেছেন। এর আগে দার্জিলিঙের মিরিকে কর্মরত ছিলেন। মঙ্গলবারই ইডি কয়েকটি জেলায় হানা দিয়েছে। আর মৃদুল পোস্টটি করেছেন মঙ্গলবার সন্ধ্যায়। এ প্রসঙ্গে জানতে চাইলে মৃদুলের জবাব, ‘‘সরকারের কর্মসূচির কথা ফেসবুকে জানিয়েছি। জানাতেই পারি।’’

‘দিদিকে বলো’র দলীয় কর্মসূচির পর টেলিফোনে সাধারণ মানুষের অভাব-অভিযোগ জানানোর জন্য সরকারি ভাবে চালু হয়েছে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচি।

ইডি-র অভিযানের মধ্যেই মৃদুলের ওই পোস্ট নিয়ে প্রশাসনিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। মৃদুল এমনিতে ফেসবুকে নিজের মত জানানোয় বেশ সক্রিয়। কয়েকটি বইও লিখেছেন। জেলা সদরে কর্মরত আর এক ডিএমডিসি-র কথায়, ‘‘উনি বরাবরই সোজাসাপ্টা কথাবার্তা বলেন।’’ দিন কয়েক আগে মেদিনীপুরে এক রক্তদান শিবিরে রক্তদাতাদের দামি উপহার দেওয়া হচ্ছে দেখে তীব্র প্রতিবাদ করেছিলেন। নিজে রক্ত দিলেও উপহার প্রত্যাখ্যান করেন। উদ্যোক্তাদের বলেন, ‘‘উপহার দিলে স্বেচ্ছায় রক্তদান কথাটা অনর্থক হয়ে যায়। দামি উপহার দেওয়া হচ্ছে জানলে শিবিরে আসতামই না।’’

এ হেন একজন আধিকারিক বিশেষ বার্তা দিতেই ওই পোস্ট করেছেন বলে, জেলা প্রশাসনের অন্দরে চর্চা শুরু হয়েছে। চলছে রাজনৈতিক চাপানউতোরও। বিজেপির রাজ্য কমিটির সদস্য তুষার মুখোপাধ্যায়ের মতে, ‘‘এমন পোস্ট থেকে স্পষ্ট, প্রশাসনের ভিতর থেকেও দুর্নীতির বিরুদ্ধে সরব হচ্ছেন অনেকে। তাঁরা বুঝতে পারছেন, তাঁদের দিয়ে অন্যায় কাজকর্ম করানো হচ্ছে। আর যাঁরা সেটা করাচ্ছেন, তাঁরা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছেন।’’ বিজেপিকে বিঁধে তৃণমূলের রাজ্য সম্পাদক প্রদ্যোত ঘোষ পাল্টা বলেন, ‘‘চোরেরা সবেতেই চুরি দেখে। আমাদের দল দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। দুর্নীতি করে কেউ আমাদের দলে থাকতে পারে না।’’

আরও পড়ুন
Advertisement