Dev in Ghatal

২৬ ফেব্রুয়ারি ঘাটালে প্রচারে দেব

দেবকে নিয়ে দিন দশ-বারো আগে রাজ্য রাজনীতিতে ঝড় উঠে গিয়েছিল। তারপর কলকাতায় জোড়া বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

Advertisement
অভিজিৎ চক্রবর্তী
ঘাটাল শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:০০
সরস্বতী পুজোর দিনে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে দেবের ছবি লাগানো ফ্লেক্স।

সরস্বতী পুজোর দিনে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে দেবের ছবি লাগানো ফ্লেক্স। ছবি: কৌশিক সাঁতরা।

দেওয়াল লেখা আগেই শুরু হয়ে গিয়েছে। এ বার সশরীরে প্রচারে নামার প্রস্তুতি শুরু হল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি ঘাটালে আসার কথা দেবের। ঘাটাল শহরে রোড শোয়ের পাশাপাশি একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। কেশপুরে কর্মী বৈঠকও করতে পারেন বলে তৃণমূল সূত্রের খবর। সেখান থেকে কেশপুরে তাঁর বাড়িতেও যাওয়ার কথা রয়েছে ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী তথা দেবের। তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস হুতাইত বলেন, “দেবের সঙ্গে কথা হয়েছে। দেব ২৬ ফেব্রুয়ারি ঘাটালে আসার কথা জানিয়েছেন। ওই দিন ঘাটালে একটি রোড শো করবেন দেব। কেশপুরেও কর্মসূচি রয়েছে তাঁর।”

Advertisement

দেবকে নিয়ে দিন দশ-বারো আগে রাজ্য রাজনীতিতে ঝড় উঠে গিয়েছিল। তারপর কলকাতায় জোড়া বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। আরামবাগের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় ঘোষণা এবং দেবের বক্তব্যে ভোটে দাঁড়ানোর বিষয়টি কার্যত পরিষ্কার হয়ে যায়। এরপরই তৃণমূলের পক্ষ থেকে প্রার্থীর নামে দেওয়াল লেখা শুরু হয়ে যায়। ঘাটাল শহরে একাধিক জায়গায় সেই দেওয়াল লেখা হয়েছে। ঘাটালের গ্রামীণ এলাকায় অবশ্য সে ভাবে কোথাও দেওয়াল লেখা শুরু হয়নি। যদিও প্রার্থী কে হবে-তা নিয়ে অনেকটাই নিশ্চিত দলীয় কর্মীরা। এই পরিস্থিতিতে ঘাটালে দেবের আসার কথা চাউর হতেই জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে খবর।

গত বন্যার পর থেকে ঘাটালে দেব আসেননি। প্রায় দেড় বছরের পর দেব ফের ঘাটালে আসবেন।ওই দিন দেবের রোড শো করার কথা। ২০১৪ সালে প্রথম বারে রোড শোয়ের মাধ্যমে ভোটের প্রচার শুরু করেছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ। এ বারও কি সেই রোড শোয়ের মাধ্যমেই দেব প্রচার শুরু করবেন? শাসক শিবির সূত্রের খবর, দেব নিজেই নাকি রোড শো করার কথা জানিয়েছেন। তাই ভোটের আগে সেই রোড শো সফল করতে এখন জোর প্রস্তুতি তৃণমূল শিবিরে।ক’দিন আগেই এক ‘অডিয়ো ক্লিপ’ ঘিরে বিতর্ক তৈরি হয়। তারপর রাজনীতির টানাপড়েনে ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলইকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিয়েছে দল। ফলে ঘাটাল তৃণমূলে এখন অনেকটা এলোমেলো পরিস্থিতি। শঙ্কর অনুগামীদের অনেকেই এখন চুপচাপ। তাই রোড শো সফল এবং ভিড় জমাতে তৎপর ব্লক নেতৃত্বরা। তবে ওই রোড শো ঘাটালের কোথা থেকে শুরু হবে, কোথায় শেষ হবে তার রুট এখনও চূড়ান্ত হয়নি। যদিও দেবের রোড শোয়ে ভিড় হবে বলে জানিয়েছেন তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাজী।

বিকালের দিকে ঘাটালে ওই কর্মসূচি করে দেব কলকাতায় ফিরবেন। তার আগে ২৬ ফেব্রুয়ারি সকালের দিকে দেব সোজা কেশপুরে ঢুকবেন। গত লোকসভা ভোটে এই কেশপুর থেকেই দেবকে লক্ষাধিক ভোটে এগিয়ে দিয়েছিল। এ বারও দেব তাঁর প্রচার বিষয়ক কর্মসূচি কেশপুরের মাটি থেকেই শুরু করবেন বলে খবর। তা ছাড়া দেব কেশপুরের ভূমিপুত্রও বটে।

দেড় বছর পর চেনা মাটিতে আসছেন দেব। আর সে খবর চাউর হল দেবী পুজোর দিনেই।

আরও পড়ুন
Advertisement