Elephant Attack

হাতির আক্রমণে নাবালকের মৃত্যু কেশিয়ারিতে, বন দফতরের সতর্কতা উপেক্ষা করে হাতি দেখতে গিয়েই এই ঘটনা

পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি থানার বেলদা রেঞ্জের হাতগেরিয়া জঙ্গলে শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দেবপ্রিয় মাহাতো ওরফে পাঁচু মাহাত (১৪)।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বেলদা শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ১৮:১৬

—ফাইল চিত্র।

হাতির আক্রমনে মৃত্যু এক নাবালকের। পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি থানার বেলদা রেঞ্জের হাতগেরিয়া জঙ্গলে শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দেবপ্রিয় মাহাতো ওরফে পাঁচু মাহাত (১৪)। বাড়ি কেশিয়ারি থানার বড়পাড়ুয়া গ্রামে। খড়গপুর ডিএফও মণীশ যাদব বলেন, ‘‘মানুষকে সচেতন করা হলেও একটা দুর্ঘটনা ঘটেছে। নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।’’

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ঝাড়গ্রামের নয়াগ্রামের দিক থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে কেশিয়ারি থানার পাথরহুরি জঙ্গলে ৫০-৬০টি হাতি ঢুকে পড়েছিল। রাতে হাতির সেই দলটিকে কলাইকুন্ডা রেঞ্জের জঙ্গলের দিকে পাঠিয়ে দেয় বন দফতর। শনিবার দুপুরে হাতির দলটি আবার কেশিয়ারির হাতিগেড়িয়া জঙ্গলে ঢুকে পড়ে। বন দফতরের পক্ষ থেকে মানুষকে সতর্ক করতে মাইকিংও করা হয়েছিল। তা সত্ত্বেও অনেকে হাতি দেখতে গিয়েছিলেন। তা করতে গিয়েই প্রাণ গিয়েছে দেবপ্রিয়ের।

বন দফতর সূত্রে খবর, নাবালকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হাতির দলটিকে কলাইকুন্ডা জঙ্গলের দিকে সরানোর জন্য চেষ্টা চলছে।

আরও পড়ুন
Advertisement