RG Kar Medical College And Hospital Incident

লড়াইয়ের বার্তা দিলেন আশফাকউল্লা

প্রত্যেকেই দাবি তুললেন, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাতিষ্ঠানিক খুন, ধর্ষণে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই সঙ্গে চিকিৎসক ও সাধারণ প্রতিবাদীদের উপরে শাসকের প্রতিহিংসামূলক আচরণের বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ০৬:৩২

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আর জি কর-কাণ্ড ঘিরে দেশ জুড়ে আগামীদিনের গণ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বৃহস্পতিবার সভার আয়োজন করেছিল ‘ডক্টর্স ফর ডেমোক্রেসি’। মৌলালি যুব কেন্দ্রের সম্মেলনেসিনিয়র, জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি বাম নেত্রী, সাংস্কৃতিক কর্মীরাও উপস্থিত ছিলেন।

Advertisement

প্রত্যেকেই দাবি তুললেন, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাতিষ্ঠানিক খুন, ধর্ষণে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই সঙ্গে চিকিৎসক ও সাধারণ প্রতিবাদীদের উপরে শাসকের প্রতিহিংসামূলক আচরণের বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে। ‘‘প্রতিপক্ষকে শক্তিশালী না ভেবে, নোংরা আবর্জনা জ্ঞানে তা সাফাইয়ে বদ্ধপরিকর থাকতে হবে’’ বলে বার্তা দিলেন জুনিয়র চিকিৎসক আশফাকউল্লা নাইয়া। আবার সিনিয়র চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, ‘‘অসম্পূর্ণ তদন্তের জেরে খণ্ডিত বিচার পেয়েছি। সামগ্রিক ন্যায় বিচারের জন্য আপাদমস্তকরাজনৈতিক লড়াই চলাতে হবে। কারণ কেন্দ্র ও রাজ্যের আঁতাত স্পষ্ট।’’ দুর্নীতি শিকড় থেকে উপড়ে ফেলার ডাক দেন বাম যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ও।

সুপ্রিম কোর্টে তদন্তের যে সাতটি স্টেটাস রিপোর্ট সিবিআই জমা দিয়েছে, ‘আরটিআই’ করে তা প্রকাশ্যে আনার আর্জি জানিয়ে নাট্যকার চন্দন সেনও বলেন, ‘‘নিহত চিকিৎসকের মা-বাবাকে বলব, মানুষকে সোজাসুজি রাস্তায় নামার ডাক দিন।’’

Advertisement
আরও পড়ুন