Nupur Sharma

Mamata Banerjee: ওঁদের মাথা ডাস্টবিন! নূপুর শর্মার মন্তব্য বিতর্কে মুখ খুলে নাম না করে কটাক্ষ মমতার

বৃহস্পতিবার দক্ষিণেশ্বর মন্দিরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, দাঙ্গাহাঙ্গামা কখনও কোনও ধর্মের লোক করেন না। সেটা করে কিছু লোভী নেতা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জুন ২০২২ ০৬:৪২

ফাইল চিত্র।

কোনও ব্যক্তির নাম নিলেন না। কোনও দলেরও নয়। ইঙ্গিতে পয়গম্বর সম্পর্কে বিজেপি সাংসদ নূপুর শর্মার মন্তব্য এবং তার জেরে জনজীবন বিপর্যস্ত করে গোলমাল ইত্যাদিকে এক সারিতে এনে ধারালো আক্রমণ হানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘এক ধর্মের মানুষ অন্য ধর্মকে গালিগালাজ করবেন, তা হতে পারে না। যাঁরা এটা করেন, তাঁদের মাথা ডাস্টবিন।’’

বৃহস্পতিবার দক্ষিণেশ্বর মন্দিরের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, দাঙ্গাহাঙ্গামা কখনও কোনও ধর্মের লোক করেন না। সেটা করে কিছু লোভী নেতা। যারা মস্তিষ্ক নামক ডাস্টবিন থেকে বাজে চিন্তাধারা তুলে আগুন লাগায়, গাড়ি পোড়ায়, যখন-তখন রাস্তায় বসে পড়ে। মমতা বলেন, ‘‘যাঁরা নেগেটিভ লোক, তাঁরা সারা ক্ষণ কুচুটেপনা করছে। আমি ওদের দোষ দিই না। মস্তিষ্ক থেকে চিন্তা হৃদয়ে গিয়ে মানবিকতার জন্ম দেয়। ওদের সেই হৃদয় বন্ধ। আর ওদের মস্তিষ্ক ডাস্টবিনে পরিণত হয়েছে। সেখানে সব খারাপ জিনিস ফেলে দিচ্ছে। যে-কুৎসা, অপপ্রচার করছে, তা আসছে ওই ডাস্টবিন থেকে।’’

Advertisement
দক্ষিণেশ্বরে কালী মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার।

দক্ষিণেশ্বরে কালী মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার। নিজস্ব চিত্র।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর আরও মন্তব্য, ‘‘যে-মস্তিষ্ক ও যে-হৃদয়ে মানবিকতা নেই, সেটা মরুভূমি। যাঁরা মেরুকরণ করছেন, তাঁদের বলি, আসুন রামকৃষ্ণদেবকে পড়ি, জানি। শুধু উল্টোপাল্টা বললেই হবে?’’ ‘টাকা মাটি, মাটি টাকা’র মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণদেব টাকার স্বরূপ বুঝিয়ে দিয়েছিলেন বলেও এ দিন উল্লেখ করেন মমতা। তাঁর কথায়, ‘‘প্রয়োজনের অতিরিক্ত লোভী যাঁরা, তাঁদের জন্য এই কথার মাধ্যমে রামকৃষ্ণদেব বুঝিয়ে দিয়েছিলেন, টাকা আজ আছে, কাল নেই।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন