Mamata Banerjee

মঙ্গলে নৈহাটি যেতে পারেন মুখ্যমন্ত্রী, পুজো দিতে পারেন বড়মার মন্দিরে, জানালেন জয়ী তৃণমূল প্রার্থী সনৎ

রাজ্যের ছ’টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। তার মধ্যে একটি হল নৈহাটি। তৃণমূল সব ক’টি আসনেই জিতেছে। গত শনিবার তার ফল প্রকাশিত হয়েছে। এর পর মঙ্গলবারই নৈহাটি যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৪:৪০
নৈহাটিতে বড়মার মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নৈহাটিতে বড়মার মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

হাত উপুড় করে ভোট দিয়ে দলের প্রার্থীকে জিতিয়েছে জনতা। এ বার সেই নৈহাটিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি সেখানে যাবেন বলে জানা গিয়েছে।

Advertisement

রাজ্যের ছ’টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। তার মধ্যে একটি নৈহাটি। তৃণমূল সব ক’টি আসনেই জিতেছে। এর পর মঙ্গলবারই নৈহাটি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সোমবারই এমনটাই জানালেন ওই কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী সনৎ দে। প্রায় ৫০ হাজার ভোটে জিতেছেন তিনি। সোমবার সনৎ জানান, নৈহাটির বড়মার মন্দিরে যেতে পারেন মুখ্যমন্ত্রী। দিতে পারেন পুজো। সেই সঙ্গে উপনির্বাচনে দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ জানাবেন তিনি।

প্রতি বছর নৈহাটির বড়মার মন্দিরে ধুমধাম করে কালীপুজো হয়। গত বছর সেই পুজো শতবর্ষ পেরিয়েছে। সদ্য নির্মিত হয়েছে মন্দিরও। গত বছর বড়মার মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement
আরও পড়ুন