Mamata Banerjee

Mamata Banerjee: সরাসরি: তৃণমূলের বর্ধিত রাজ্য কমিটির বৈঠকের মঞ্চে মমতা-অভিষেকের পাশেই পিকে

বর্ধিত রাজ্য কমিটির বৈঠকে‌ যোগ দিতে নজরুল মঞ্চে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত আছেন পিকে এবং অভিষেক ব্যানার্জিও।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ মার্চ ২০২২ ১৮:৩৪
বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে রয়েছেন পিকে।

বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে রয়েছেন পিকে। নিজস্ব চিত্র।

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৮ মার্চ ২০২২ ১৪:৪৪ key status

বিধানসভা অধিবেশনে বিধায়কদের নিয়মিত উপস্থিত থাকতে হবে

বিধানসভার বাজেট অধিবেশনে বিধায়কদের নিয়মিত উপস্থিত থাকতে হবে। স্কুল-কলেজের মতো নিয়ম মেনে যোগ দিতে হবে। বাড়িতে অঘটন হলেও অনুমতি নিয়ে তবেই অনুুপস্থিত হতে পারবেন বিধায়করা। সতর্কাবার্তা মমতার।

timer শেষ আপডেট: ০৮ মার্চ ২০২২ ১৪:৩০ key status

পুরসভার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান লবি করে ঠিক হয়না

পুরসভার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান কে হবে তা লবি করে ঠিক হয়না। দল ঠিক করে দেখে কাকে করা প্রয়োজন এব‌ং কাকে করার প্রয়োজন নয়। কংগ্রেস-বিজেপির সংস্কৃতিতে এটা হলেও তৃণমূলে তা হয় না বলেও তিনি মন্তব্য করেন।

Advertisement
timer শেষ আপডেট: ০৮ মার্চ ২০২২ ১৪:২১ key status

মাধ্যমিক পরীক্ষার সময় বিরোধীদের বিক্ষোভ নিয়ে নিন্দা

মাধ্যমিক পরীক্ষার সময় বিভিন্ন বিরোধীদের মাইক নিয়ে বিক্ষোভ করার নিন্দা করলেন দলনেত্রী। রাজনীতি রোজগারের জায়গা নয় সেবার জায়গা, এই বলেও বিরোধীদের কটাক্ষ করেন তিনি।

timer শেষ আপডেট: ০৮ মার্চ ২০২২ ১৪:০৯ key status

বিধানসভায় যা হয়েছে তা চক্রান্ত

নজরুল মঞ্চে বক্তব্য রাখার সময় তিনি বলেন, বিধানসভায় যা হয়েছে তা চক্রান্ত। নির্বাচিত দলকে কাজ না করতে দেওয়ার জন্যই বিজেপি এরকম করেছে বলেও তিনি মন্তব্য করেন।

Advertisement
timer শেষ আপডেট: ০৮ মার্চ ২০২২ ১৪:০১ key status

তিন ধাপে জনসংযোগ

দলীয় নেতাদের তিন ধাপে মানুষের সঙ্গে জনসংযোগ বজায় রাখার বার্তা দিলেন দলনেত্রী।

timer শেষ আপডেট: ০৮ মার্চ ২০২২ ১৩:৫৯ key status

ডেউচা পাঁচামি-তাজপুর নিয়ে অপপ্রচারের অভিযোগ

ডেউচা পাঁচামি এবং তাজপুর নিয়ে বিরোধীরা অপপ্রচার করছে। মানুষকে উস্কানো হচ্ছে। তবে মানুষ তা মেনে নেবে না বলেও তিনি মন্তব্য করেন।

Advertisement
timer শেষ আপডেট: ০৮ মার্চ ২০২২ ১৩:৫১ key status

রাম বামেরা পঞ্চাশ বছরেও রাজ্যে আসতে পারবে না

 কুড়ি বছর কেন, রাম বামেরা পঞ্চাশ বছরেও রাজ্যে আসতে পারবে না। বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর।

timer শেষ আপডেট: ০৮ মার্চ ২০২২ ১৩:৫১ key status

বিভিন্ন জেলার প্রেসিডেন্টেও রদবদল

বিভিন্ন জেলার দায়িত্বেও রদবদল। তমলুকের চেয়ারম্যানের দায়িত্বে সৌমেন মহাপাত্র। নদিয়ার প্রেসিডেন্টের দায়িত্বে কল্লোল খাঁ। বনগাঁর প্রেসিডেন্টের দায়িত্বে গোপাল শেঠ। রাজ্য মহিলা প্রেসিডেন্ট থাকছেন চন্দ্রিমা। সর্বভারতীয় মহিলার প্রেসিডেন্ট থাকছেন কাকলি ঘোষ দস্তিদার।

timer শেষ আপডেট: ০৮ মার্চ ২০২২ ১৩:৪১ key status

নতুন শৃঙ্খলারক্ষা কমিটি

তৈরি করা হল নতুন শৃঙ্খলারক্ষা কমিটি তৈরি হয়েছে। কমিটিতে থাকবে অভিষেক-পার্থ-সুদীপ-ফিরহাদ-চন্দ্রিমা। সাংস্কৃতিক কমিটির প্রধান রাজ চক্রবর্তী।

timer শেষ আপডেট: ০৮ মার্চ ২০২২ ১৩:৩৬ key status

দলীয় প্রার্থীকে হারালে দল নাম কেটে দেবে

নির্দল দাঁড় করিয়ে দলীয় প্রার্থীকে হারালে, দল তাদের নাম কেটে দেবে। দলের নেতাদের কড়া হুঁশিয়ারি মমতার। নিজেদের কেউকেটা ভাবলে চলবে না বলেও মন্তব্য করেন তিনি।

timer শেষ আপডেট: ০৮ মার্চ ২০২২ ১৩:৩১ key status

পুরভোটে হেরে গিয়েও বিজেপির লজ্জা নেই: মমতা

পুরভোটে হেরে গিয়েও বিজেপির লজ্জা নেই। সবসময় ঝামালা করছে। নজরুল মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় এই বলেই বিজেপি-র কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী।

timer শেষ আপডেট: ০৮ মার্চ ২০২২ ১৩:২৮ key status

যুদ্ধ হবে তা জানাই ছিল: মমতা

যুদ্ধ হবে তা জানাই ছিল। তার পরেও কেনও ভারতীয় পড়ুয়াদের বিপদে ফেলা হল। ইউক্রেন-রাশিয়া সঙ্ঘাত প্রসঙ্গে কেন্দ্রকে কটাক্ষ করে বললেন মমতা।

timer শেষ আপডেট: ০৮ মার্চ ২০২২ ১৩:২১ key status

তৃণমূলে যোগ দিলেন জয়প্রকাশ

তৃণমূলের দলীয় পতাকা হাতে তৃণমূলে যোগ দিলেন বিজেপি থেকে বরখাস্ত হওয়া জয়প্রকাশ মজুমদার। যোগ দিলেন রাজ্যের সহ-সভাপতি হিসেবে।

timer শেষ আপডেট: ০৮ মার্চ ২০২২ ১৩:২১ key status

বর্ধিত রাজ্য কমিটির বৈঠকে‌ যোগ দিতে নজরুল মঞ্চে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়

বর্ধিত রাজ্য কমিটির বৈঠকে‌ যোগ দিতে নজরুল মঞ্চে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত রয়েছেন পিকে এবং অভিষেক ব্যানার্জিও। উপস্থিত জয়প্রকাশ মজুমদারও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন