অভিষেককে সিবিআই তলব নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।
নবজোয়ার কর্মসূচি রোখার চেষ্টা করছে বিজেপি, এমনই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার পাত্রসায়রের সভায় ভার্চুয়াল মাধ্যমে মমতা বললেন, ‘‘নবজোয়ার নবপ্লাবনে পরিণত হবে।’’
নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার আবার প্রশংসা করলেন তৃণমূলনেত্রী। বললেন, ‘‘২৪ দিন ধরে রাস্তায় পড়ে রয়েছে ও। জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছে।’’
বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘‘বিজেপির কাছে মাথা নত করব না। বিজেপিকে দেশছাড়া না করা পর্যন্ত লড়াই চলবে।’’
নবজোয়ার যাত্রা বন্ধ করার চেষ্টা করছে বিজেপি, এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকে নবজোয়ার যাত্রা বন্ধ করা যাবে না, দরকারে আমি নবজোয়ার যাত্রায় যাব।’’ নবজোয়ার যাত্রা বন্ধ করতে অভিষেককে সিবিআইয়ের নোটিস দেওয়া হয়েছে বলে সরব হয়েছেন মমতা। তাঁর কথায়, ‘‘ রাজনৈতিক ভাবে লড়াই করতে না পেরেই এজেন্সির ভয় দেখানো হচ্ছে।’’
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই তলব নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘‘অভিষেককে বিজেপি ভয় পায়।’’
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের তলব নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘‘সিবিআই, ইডি তৃণমূলকে ভয় পায়।’’
বিজেপি সারাক্ষণ অভিষেকের পিছনে পড়ে রয়েছে। বিজেপির কাছে মাথানত করব না। তর্জন-গর্জন করে আমাদের দমানো যাবে না: মমতা বন্দ্যোপাধ্যায়
ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সিবিআই দফতরে হাজিরা দেওয়ার জন্য কলকাতায় ফিরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কারণে শুক্রবার বাঁকুড়ায় অভিষেকের সভায় ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।