Minakshi Mukherjee

অবৈধ জমায়েতের মামলায় আদালতে মুক্তি মীনাক্ষীদের

কলকাতার ৬ নম্বর বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক শ্রীপর্ণা রাউত বুধবার মীনাক্ষীদের পাঁচ জনকেই মামলা থেকে মুক্তি দিয়েছেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ০৬:৪৩
মীনাক্ষী মুখোপাধ্যায়।

মীনাক্ষী মুখোপাধ্যায়। —ফাইল চিত্র।

কলকাতার রাজপথে অবৈধ জমায়েতের মামলা থেকে সিপিএমের যুব, ছাত্র ও মহিলা সংগঠনের পাঁচ নেতা-নেত্রীকে মুক্তি দিল আদালত। বারাসতে বাম ছাত্র-যুবদের আইন অমান্য কর্মসূচিতে অংশগ্রহণকারী অনেককে গ্রেফতার করেছিল পুলিশ। তার প্রতিবাদে এবং ধৃতদের মুক্তির দাবিতে গত বছরের ২৫ এপ্রিল নিউ মার্কেট থানা এলাকার এস এন ব্যানার্জি রোড এবং জওহরলাল নেহেরু রোডের মোড়ে অবস্থান-বিক্ষোভ করেছিল এসএফআই, ডিওয়াইএফআই এবং গণতান্ত্রিক মহিলা সমিতি।

Advertisement

ওই কর্মসূচির জেরে সরকারি আদেশ অমান্য, বেআইনি ভাবে জমায়েত, রাস্তা অবরোধ, সাধারণ মানুষের অসুবিধা করা-সহ নানা অভিযোগে মীনাক্ষী মুখোপাধ্যায়, প্রতীক-উর-রহমান, জাহানারা খান, আকাশ কর এবং রুনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পুলিশ। ওই পাঁচ জনকে পলাতক দেখিয়ে চার্জশিটও দিয়েছিল পুলিশ। সেখানে অবশ্য মহিলা সমিতির রাজ্য সভানেত্রী ও জেলার এক সম্পাদকের পরিচয়ে ‘পুরুষ’ বলে উল্লেখ করা হয়েছিল! এর পরে পাঁচ নেতা-নেত্রী আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। শেষ পর্যন্ত কলকাতার ৬ নম্বর বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক শ্রীপর্ণা রাউত বুধবার মীনাক্ষীদের পাঁচ জনকেই মামলা থেকে মুক্তি দিয়েছেন। ওই পাঁচ জনের আইনজীবী ইয়াসিন রহমান বলেন, ‘‘পুলিশ যে মীনাক্ষীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল, এ দিন বিচারক তাঁদের এই মামলা থেকে অব্যাহতি দেওয়ায় তা প্রমাণ হয়ে গিয়েছে।’’ মীনাক্ষীদের বক্তব্য, গোটা রাজ্য জুড়েই বাম কর্মী-সমর্থকদের বিরুদ্ধে এমন অজস্র ‘মিথ্যা মামলা’ আছে। তার বিরুদ্ধে লড়েই তাঁরা ময়দানে আছেন।

আরও পড়ুন
Advertisement