Mamata Banerjee on Aparajita Bill 2024

প্রধানমন্ত্রী দেশের লজ্জা! উনি মেয়েদের রক্ষা করতে পারেননি, আমরা ইতিহাস গড়লাম: বিধানসভায় মমতা

অপরাজিতা বিল ২০২৪ নিয়ে বিধানসভায় বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন শুভেন্দু অধিকারীর। তাঁকে জবাব দিয়ে বক্তৃতা শুরু করলেন মমতা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫২
মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫৬ key status

এটা একটা ইতিহাস! প্রধানমন্ত্রী দেশের লজ্জা, উনি পারেননি, আমরা পারলাম: মমতা

অপরাজিতা বিল প্রসঙ্গে মমতা বললেন, ‘‘এই বিল একটা ইতিহাস! প্রধানমন্ত্রী পারেননি। আমরা পারলাম। করে দেখালাম। প্রধানমন্ত্রী দেশের লজ্জা! উনি মেয়েদের রক্ষা করতে পারেননি। আমি  স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। ’’

timer শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫৪ key status

বিরোধীদের শোরগোল এবং বিক্ষোভের মধ্যেই বলে চলেছেন মমতা

বিরোধীদের শোরগোল এবং বিক্ষোভের মধ্যেই বলে চলেছেন মমতা। বিরোধী বিধায়কদের বললেন, আমি হাতজোড় করে বলছি, আপনারা চুপ করে শুনুন।

Advertisement
timer শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫০ key status

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা

গুজরাত এবং উত্তরপ্রদেশে ধর্ষণের ঘটনা নিয়ে কথা বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে বিজেপি বিধায়কেরা চিৎকার করতে শুরু করেন। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতার বক্তৃতা চলাকালীনই পদত্যাগের দাবি তুলছিলেন বিরোধীরা। মমতা তাদের জবাব দিয়ে হুঙ্কার দিয়ে বললেন, ‘‘আগে নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই। তার পরে বাকি কথা।’’

timer শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪৭ key status

আমাকে যা বলছেন, প্রধানমন্ত্রীকে বলা হলে কেমন লাগবে? বিরোধীদের প্রশ্ন মমতার

বিরোধীদের বললেন, ‘‘আমাকে কটু কথা বললে আমার কিচ্ছু যায়-আসে না। আপনারা যা বলছেন বলুন। কিন্তু বাংলা মা-কে বদনাম করবেন না।  আপনারা আমাকে  যা যা বলছেন, তা যদি আমার দলের লোকেরা প্রধানমন্ত্রী আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, তা হলে কেমন লাগবে?’’

Advertisement
timer শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪৩ key status

বিরোধী দলনেতার প্রশ্নের জবাব দিচ্ছেন মমতা

মমতা বললেন, ‘‘কামদুনিতে তিন সপ্তাহে চার্জশিট হয়েছিল। আপানারা বলেছেন ট্রেনে ধর্ষণ হয়েছে। ট্রেনটা কি আমাদের? ট্রেনের ভিতরের সুরক্ষার দায়িত্ব আরপিএফের। সেটা তাদের ব্যর্থতা।’’

শুভেন্দুর খবরের প্রিন্ট আউট প্রসঙ্গে মমতা বললেন, ‘‘খবরের কাগজ তৈরি করাও হতে পারে। ওগুলো ফেক নিউজ়। আর আপনারা এই সব বলছেন, উন্নাওয়ের কথা বলবেন না। হাথরসের ঘটনায় বিচার পায়নি কেউ। এইগুলো ফলিয়ে বলার কথা নয়। ওই সমস্ত ঘটনা লজ্জার। যে বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, যে বিজেপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, তাকে ফুল-মালা দিয়ে সংবর্ধনা! ধর্ষণে উস্কানি নয়?

timer শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৭ key status

বিরোধী দলনেতাকে বলুন.. কী বললেন মমতা?

অপরাজিতা বিলকে সমর্থন করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, আমি রেজ়াল্ট দেখতে চাই। ওই বিলকে আগে আইনে পরিণত করুন। তারও জবাব দিলেন মমতা। মুখ্যমন্ত্রী বললেন, ‘‘বিরোধী দলনেতাকে বলুন বিলে রাজ্যপালকে বলুন সই করতে। তার পরেই দেখবেন রুলস হয়ে গিয়েছে।’’

Advertisement
timer শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২৮ key status

মমতা বললেন, আমিও সিবিআইয়ের কাছে বিচার চাই

মমতা বললেন, ‘‘আমাদের পুলিশ তদন্ত করছিল। যত দিন তদন্ত কলকাতা পুলিশের হাতে ছিল, আমি কোনও দায়িত্ব পালন করিনি, বলতে পারবেন না।  ১২ তারিখ নির্যাতিতার বাড়িতে যাই। যা যা তদন্তে উঠে এসেছিল, সেই সব তাঁর মা- বাবার কাছে পাঠানো হয়। আমি ওঁদের সঙ্গে ফোনেও কথা বলেছি। রবিবার পর্যন্ত সময় চেয়েছিলাম। কিন্তু আদালত তার আগেই সেই তদন্তভার সিবিআইকে দিয়েছে। আমরা সিবিআইয়ের কাছে বিচার চাই।’’

timer শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২৪ key status

আমার লাইনে আসতে সময় লাগবে: মমতা

আজ ৩ সেপ্টেম্বর ঐতিহাসিক দিন।  ১৯৮১ সালে এই দিনে মেয়েদের অধিকার সুরক্ষিত করার জন্য রাষ্ট্রসংঘের নারী বৈষম্য বিরোধী কমিটি হয়। এই সময়ে মিহির গোস্বামী বলেন, লাইনে এসো। শুনে মমতা বললেন, ‘‘আমার লাইনে আসতে সময় লাগবে। আপনার লাইন বেলাইন হয়ে গেছে। ধর্ষণের মতো নিকৃষ্ট অপরাধের শাস্তি দেওয়ার কথা আমরা বলছি।’’ 

timer শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০ key status

শুভেন্দুর পাল্টা জবাব দিয়েই বক্তৃতা শুরু মমতার

অপরাজিতা বিল ২০২৪ নিয়ে শুভেন্দুর পাল্টা জবাব দিয়েই বক্তৃতা শুরু মমতার। বললেন, ‘‘আমি কারও জ্ঞান শুনবে না।’’ 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন