জয়ের উচ্ছ্বাসে মেতেছেন তৃণমূলের কর্মীরা। ছবি—পিটিআই।
গ্রাফিক—শৌভিক দেবনাথ।
শান্তিপুর বিধানসভা কেন্দ্রে হেরে গেল বিজেপি। ওই কেন্দ্রে তৃণমূলের ব্রজকিশোর গোস্বামী জিতেছেন ৬৪ হাজার ৬৭৫ ভোটে। মাস ৬ আগে এই কেন্দ্রে বিজেপি-র জগন্নাথ সরকার জিতেছিলেন ১৫ হাজার ৮৭৮ ভোটে।
গ্রাফিক—শৌভিক দেবনাথ।
শান্তিপুরে ১৬ রাউন্ড গণনার শেষে এগিয়ে তৃণমূল। ব্রজকিশোর গোস্বামী এগিয়ে রয়েছেন ৫৯ হাজার ৫৬৭ ভোটে।
খড়দহ নিজের দখলে রাখল তৃণমূল। ওই কেন্দ্রে ৯৩ হাজার ৮৩২ ভোটে জিতেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। শুরুতে সিপিএম এগিয়ে থাকলেও ওই কেন্দ্রে দ্বিতীয় স্থানে শেষ করেছে বিজেপি-র প্রার্থী জয় সাহা। তৃতীয় সিপিএমের দেবজ্যোতি দাস।
কোচবিহারের দিনহাটায় বিজেপি-কে হারাল তৃণমূল। উদয়ন গুহ ওই কেন্দ্রে ১ লক্ষ ৬৪ হাজার ৮৯ ভোটে জিতেছেন।
গোসাবায় ১ লক্ষ ৪৩ হাজার ৫১ ভোটে জিতছেন তৃণমূলের সুব্রত মণ্ডল। ওই কেন্দ্রে দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি-র পলাশ রাণা। তৃতীয় স্থানে রয়েছেন অনিল চন্দ্র মণ্ডল।
বিজেপি-কে পিছনে ফেলে শান্তিপুরে তরতরিয়ে এগিয়ে চলেছে তৃণমূল। ১৫ রাউন্ড গণনার শেষে ৫৪ হাজার ৭০৬ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের ব্রজকিশোর গোস্বামী।
খড়দহে জিতে গেলেন শোভনদেব চট্টোপাধ্যায়। গত বারের তুলনায় এই কেন্দ্রে বাড়ল তৃণমূলের জয়ের ব্যবধান। বিজেপি-র জয় সাহাকে পরাজিত করেছেন শোভনদেব।
বিজেপি-র হাত থেকে বেরিয়ে যেতে চলেছে শান্তিপুর বিধানসভা কেন্দ্র। ১৪ রাউন্ড গণনার পর এই কেন্দ্রে তৃণমূল এগিয়ে রয়েছে ৫০ হাজার ৮৭৮ ভোটে।
গ্রাফিক—শৌভিক দেবনাথ।
খড়দহে বেড়ে চলেছে শোভনদেব চট্টোপাধ্যায়ের এগিয়ে থাকার ব্যবধান। ১৪ রাউন্ড গণনার শেষে ৮৪ হাজার ৯১ ভোটে খড়দহে এগিয়ে রয়েছেন তিনি।
গ্রাফিক—শৌভিক দেবনাথ।
১২ রাউন্ড গণনার পর শান্তিপুরে ৪১ হাজার ৩৬৪ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। এই কেন্দ্রে গত নির্বাচনে জিতেছিলেন বিজেপি-র প্রার্থী জগন্নাথ। কিন্তু সেই কেন্দ্রে গণনার শুরু থেকেই এগিয়ে তৃণমূল।
গোসাবায় উচ্ছ্বাস শাসকদলের কর্মী-সমর্থকদের। নিজস্ব চিত্র।
১৬ রাউন্ড গণনা শেষ হয়েছে গোসাবায়। গণনা শেষে ১ লক্ষ ৪১ হাজার ৮৯৩ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের প্রার্থী সুব্রত মণ্ডল। তিনি মোট ভোট পেয়েছেন ১ লক্ষ ৬০ হাজার ২৩১টি। সেখানে বিজেপি পেয়েছে ১৮ হাজার ৩৩৮ এবং আরএসপি পেয়েছে ৩ হাজার ৬৮টি ভোট।
খড়দহে ব্যবধান বাড়িয়ে চলেছেন তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। ১৩ রাউন্ড গণনার শেষে ৭৬ হাজার ৭৫১ ভোটে এগিয়ে রয়েছেন তিনি। ১২ রাউন্ড গণনা শেষ হতেই ৭০ হাজার ব্যবধান ছাড়িয়েছিল এই কেন্দ্র।
১১ রাউন্ড গণনার শেষে খড়দহে ৬২ হাজার ৫৭৮ ভোটে এগিয়ে গিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। কাজল সিন্হার জেতার ব্যবধান ইতিমধ্যেই পার করে ফেলেছেন শোভনদেব।
গ্রাফিক—শৌভিক দেবনাথ।
দিনহাটায় উপনির্বাচনের ১৯ রাউন্ড গণনা শেষ হয়েছে। গণনার শেষে ১ লক্ষ ৬৩ হাজার ৫ ভোটে এগিয়ে তৃণমূলের উদয়ন গুহ। ১৯ রাউন্ড গণনার শেষে তৃণমূলের প্রাপ্ত ভোট ১ লক্ষ ৮৮ হাজার ৩১১। বিজেপি পেয়েছে ২৫ হাজার ৩০০ এবং ফরওয়ার্ড ব্লক পেয়েছে ৬ হাজার ২৫৮টি ভোট।
নবম রাউন্ড গণনার শেষে শান্তিপুরে ২৮ হাজার ৬০৬ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। দশম রাউন্ড গণনা শেষ হতে এই কেন্দ্রে তৃণমূলের ব্যবধান বেড়ে দাঁড়াল ৩২ হাজার ৯৯০।
গ্রাফিক—শৌভিক দেবনাথ।
দশম রাউন্ড শেষে খড়দহ বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল। শোভনদেব চট্টোপাধ্যায় ৫৩ হাজার ৫৩৪ ভোটে এগিয়ে রয়েছেন। নবম রাউন্ড পর্যন্ত এই কেন্দ্রে সিপিএম ছিল দ্বিতীয় স্থানে। কিন্তু দশম রাউন্ড গণনার পর সিপিএমকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বিজেপি-র জয় সাহা।
১৭ রাউন্ড গণনার শেষে ১ লক্ষ ৪৮ হাজার ৩১৯ ভোটে দিনহাটা কেন্দ্রে এগিয়ে রয়েছেন উদয়ন গুহ। এই কেন্দ্রেই বাড়ি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। গত নির্বাচনে তিনি জিতেছিলেন এই কেন্দ্রে। কিন্তু এ বারের উপনির্বাচনে তাঁর বাড়ির বুথেই হেরেছে বিজেপি।
বিপুল ব্যবধানে জিতেছেন উদয়ন। দিনহাটায় উচ্ছ্বাস তৃণমূল সমর্থকদের। নিজস্ব চিত্র।
অষ্টম রাউন্ড গণনার শেষে খড়দহে এগিয়ে থাকলেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। ৩৮ হাজার ৯৭৫ ভোটে নিকটতম প্রার্থীর থেকে এগিয়ে রয়েছেন কেন্দ্রে। ভোট প্রাপ্তির নিরিখে এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম।
১৫ রাউন্ড শেষে ১ লক্ষ ৩১ হাজার ৬০১ ভোটে এগিয়ে দিনহাটায় এগিয়ে রয়েছেন উদয়ন গুহ। বিজেপি-র হাতছাড়া হতে চলেছে কোচবিহারের এই কেন্দ্র।