Kitchen

উৎসবের মরসুমে কিচেনে সহায় কুচিনা! হাতের নাগালে চিমনি থেকে মিক্সি, পাবেন দক্ষ পরিষেবা

নতুন ফ্ল্যাটের ছোট্ট কিচেনে জায়গার অভাব? হাতের কাছেই রয়েছে কুচিনা হোমমেকার্স প্রাইভেট লিমিটেড। কিচেনের রূপ বাড়াতে পারে কুচিনার নানা পণ্য।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২২ ১৮:৪৮
কুচিনার হাত ধরে গুছিয়ে পরিপাটি হয়ে উঠবে কিচেন।

কুচিনার হাত ধরে গুছিয়ে পরিপাটি হয়ে উঠবে কিচেন। প্রতীকী ছবি।

উমা ফিরলেও ফুরোয়নি উৎসবের মরসুম! পার্বণের এ মাসে নিজেদের সাজানোর সুযোগও তাই অফুরান। নিজেদের পাশাপাশি রান্নাঘরের ভোল বদলাতে চান? তাতে সহায় হতে পারে কুচিনা। কেতাদুরস্ত কিচেন সাজাতে ভরসা দিতে পারে কুচিনার নানা সামগ্রী। হোক না তা মডিউলার কিচেন বা মিক্সার গ্রাইন্ডার অথবা ওয়াটার হেলদিফায়ার— এক ছাতার তলায় পেয়ে যাবেন এ সব কিছুই। সঙ্গে পাবেন দক্ষ পরিষেবাও।

নতুন ফ্ল্যাটের ছোট্ট কিচেনে জায়গার অভাব? হাতের কাছেই রয়েছে কুচিনা হোমমেকার্স প্রাইভেট লিমিটেড। কিচেনের রূপ বাড়াতে পারে কুচিনার নানা পণ্য। তাই বহু কিচেনেই জায়গা করে নিয়েছে এ সংস্থার চিমনি বা হব্‌স। কুচিনার মডিউলার কিচেনের হাত ধরে ছোট্ট পরিসরও গুছিয়ে পরিপাটি হয়ে উঠেছে।

Advertisement

ক্রেতাদের জন্য দক্ষ এবং পেশাদার পরিষেবাও পাবেন কুচিনায়। ফলে উৎসবের মরসুম জমে যাক কুচিনার কিচেনে।

আরও পড়ুন:
Advertisement
আরও পড়ুন