— প্রতীকী চিত্র।
জন্মদিন ছিল শনিবার। শুক্রবার রাত ১২টা নাগাদ বাড়িতে কেক কেটে বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলেন। রাতে চলে আসেন গঙ্গার ঘাটে। পুলিশ জানিয়েছে, বন্ধুদের সঙ্গে গল্পের ফাঁকে আচমকা গঙ্গায় নেমে তলিয়ে যান সেই যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর বন্দর থানা এলাকার সর্বমঙ্গলা ঘাটে। শনিবার রাত পর্যন্ত ওই যুবকের খোঁজ মেলেনি বলে পুলিশ জানিয়েছে।
নিখোঁজ যুবকের নাম অনুভব হালদার। বছর ঊনত্রিশের অনুভব বরাহনগরের বাসিন্দা। পেশায় কন্টেন্ট রাইটার। পরিবার সূত্রের খবর, মাস সাতেক আগে বিয়ে হয়েছে অনুভবের। বিয়ের পরে প্রথম জন্মদিনের রাতে বাড়িতে বন্ধুরা এসেছিলেন। শুক্রবার গভীর রাতে বাড়িতেই কেক কাটেন অনুভব। খাওয়াদাওয়াও হয়। রাত ২টো নাগাদ দুই বন্ধুর সঙ্গে বেরোন অনুভব।তদন্তে জানা গিয়েছে, রাত সাড়ে তিনটেয় সর্বমঙ্গলা ঘাটের কাছে দুই বন্ধুকে নিয়ে আসেন অনুভব। ঘাটে বসে গল্প করছিলেন তাঁরা। সেই সময়ে আচমকা গঙ্গায় নামেন অনুভব। জলে কিছুটা যেতেই জোয়ারের টানে তলিয়ে যান তিনি।
বেশ কিছুটা সময় পরেও অনুভবকে উঠতে না দেখে সঙ্গী দুই যুবক সংলগ্ন চিৎপুর থানায় যোগাযোগ করেন। চিৎপুর থানা উত্তর বন্দর থানায় খবর দেয়। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা গঙ্গায় তাঁর খোঁজ শুরু করেন। শনিবার সকালে এবং দুপুরেও দুই দফায় গঙ্গায় অনুভবের খোঁজ চলে। তদন্তকারী এক আধিকারিক বলেন, ‘‘গঙ্গা তীরবর্তী আশপাশের থানাগুলির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনে ফের গঙ্গায় তল্লাশি হবে।’’ নিখোঁজ যুবকের এক আত্মীয় বলেন, ‘‘অনুভব ভাল সাঁতার জানত। কী ভাবে যে তলিয়ে গেল, বুঝতে পারছি না।’’