Murder in Kolkata

বৌবাজারের ফুটপাথে যুবককে পিটিয়ে খুন, গভীর রাতে ট্যাক্সি চড়ে আসে আততায়ী, গ্রেফতার এক

মঙ্গলবার গভীর রাতে একটি ট্যাক্সিতে চড়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের উপর বৌবাজার এলাকায় আসে আততায়ী। তার পর ফুটপাথে ঘুমন্ত সঞ্জয় মল্লিকের উপর হামলা করে। পিটিয়ে খুন করা হয় সঞ্জয়কে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৪ ০৯:৪৪
— Representative Image

— প্রতীকী চিত্র।

বৌবাজারের ফুটপাথে যুবক খুন। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের উপর বৌবাজার এলাকায় ফুটপাথবাসী এক যুবককে পিটিয়ে খুন করা হয়। ভাড়ার গাড়িতে বৌবাজারে আসেন এক বা একাধিক ব্যক্তি। তার পরেই পিটিয়ে খুন করা হয় ওই সময়ে ফুটপাতে ঘুমন্ত সঞ্জয় মল্লিক নামে যুবককে। ঘটনায় সুমিতকুমার সাউ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই সঞ্জয়কে পিটিয়ে খুন করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, রাত ১টা ৪০ নাগাদ যখন ২৬ বছর বয়সি সঞ্জয় মল্লিক বৌবাজারের ব্যাঙ্ক অফ বরোদার সামনের ফুটপাথে শুয়ে ঘুমোচ্ছিলেন তখনই তাঁর উপর হামলা হয়। একটি কংক্রিটের ব্লক তুলে আছড়ে ফেলা হয় সঞ্জয়ের উপর। তড়িঘড়ি তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ১৯ বছর বয়সি সুমিতকুমার সাউ নামে এক ব্যক্তি খুনের ঘটনায় জড়িত। দু’জনের মধ্যে পুরনো কোনও শত্রুতা ছিল। তার জেরেই খুন বলে মনে করছে পুলিশ। সুমিতকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন