West Bengal Weather

সাগরে উচ্চচাপ বলয়, উত্তুরে হাওয়াও দুর্বল! ‘উষ্ণ’ শীতে হাওয়া বদলের খবর শোনাল আলিপুর

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি বেশি। তবে তাপমাত্রা শীঘ্রই কমতে পারে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ ০৯:৩৯
বাংলায় শীতকালেও শীতের দেখা নেই।

বাংলায় শীতকালেও শীতের দেখা নেই। ফাইল ছবি।

‘সাইক্লোন বোমা’য় বিধ্বস্ত আমেরিকা, কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তর ভারতও। কিন্তু বাংলায় শীতকালেও শীতের দেখা নেই! বরং তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি বেশি। যার ফলে ভরা পৌষেও শীতের আমেজ উপভোগ করা যাচ্ছে না।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। সোমবারের চেয়ে তাপমাত্রা কিছুটা বেড়েছে মঙ্গলবার।

Advertisement

সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েক দিন ধরেই বাংলায় শীতের পারদ ঊর্ধ্বমুখী। গত ৪ দিনে এক ধাক্কায় ৬ ডিগ্রি বেড়ে গিয়েছে তাপমাত্রা। শুক্রবার ১৪.৬ ডিগ্রি থেকে মঙ্গলবার পারদ ছুঁয়েছে ২০.৭ ডিগ্রি।

শীতকালে কেন তাপমাত্রা বাড়ছে? হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। যার ফলে সমুদ্রের বায়ু রাজ্যের তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। এ ছাড়া, উত্তুরে হাওয়ার শক্তিও কমে গিয়েছে।

একই সঙ্গে হাওয়া বদলের পূর্বাভাসও দিয়েছে আলিপুরের হাওয়া অফিস। তারা জানিয়েছে, মঙ্গলবার বিকেলের পর উচ্চচাপ বলয়ের অবস্থান বদলাবে। তাতেই রাজ্যেও হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। ২৪ ঘণ্টা পর থেকে ক্রমে তাপমাত্রা কমতে শুরু করবে বলে জানিয়েছেন আবহবিদরা। সে ক্ষেত্রে আগামী কয়েক দিনে ধারাবাহিক ভাবে তাপমাত্রা কমতে পারে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও তাপমাত্রা কমবে ২৪ ঘণ্টা পর থেকে।

Advertisement
আরও পড়ুন