ফাইল ছবি।
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। তার জেরে শনিবার সন্ধে থেকে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে এই সময় ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি গোটা দক্ষিণবঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে।
আগামী কয়েক দিনও বৃষ্টির হাত থেকে রেহাই নেই। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে আগামী ১৭, ১৮ ও ১৯ অক্টোবর দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। ১৮ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের জন্য।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে,
১৭ অক্টোবর, রবিবার
ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।
বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে।
দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
১৮ অক্টোবর, সোমবার
বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।
বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে গোটা দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা, নদিয়া, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর জেলায়।
১৯ অক্টোবর, মঙ্গলবার
বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে।
রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
২০ অক্টোবর, বুধবার
ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়।