Cristiano Ronaldo

‘কে বলেছে মেসি সেরা?’ লিয়ো-ভক্তকে জবাব রোনাল্ডোর, কতটা উত্তাপ ছড়াল ফুটবল আলোচনায়

রোনাল্ডো এবং মেসিকে নিয়ে ফুটবল বিশ্ব আড়াআড়ি বিভক্ত। রোনাল্ডোর ভক্তেরা মনে করেন, পর্তুগালের অধিনায়ক সেরা। আবার মেসির ভক্তেরা আর্জেন্টিনার অধিনায়ককে এগিয়ে রাখেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৯:৩১
picture of Lionel Messi and Cristiano Ronaldo

(বাঁ দিকে) লিয়োনেল মেসি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (ডান দিকে)। —ফাইল চিত্র।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিয়োনেল মেসি। আধুনিক ফুটবলের অন্যতম সেরা দুই খেলোয়াড়। দু’জনের মধ্যে কে সেরা, তা নিয়ে চায়ের টেবিলে আলোচনার তুফান উঠতে পারে। সিআর সেভেন এবং এমএল টেনের মধ্যেও শ্রেষ্ঠত্ব নিয়ে ঠান্ডা লড়াই অজানা নয় ফুটবলপ্রেমীদের। সেই বিতর্ক বাড়িয়ে রোনাল্ডোর প্রশ্ন, ‘‘কে বলেছে মেসি আমার থেকে ভাল?’’

Advertisement

রোনাল্ডো এবং মেসিকে নিয়ে ফুটবল বিশ্ব আড়াআড়ি ভাবে বিভক্ত। রোনাল্ডোর ভক্তেরা মনে করেন, পর্তুগালের অধিনায়ক সেরা। আবার মেসির ভক্তেরা আর্জেন্টিনার অধিনায়ককেই এগিয়ে রাখেন শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। এক ফুটবল আলোচনায় রোনাল্ডোর সামনেই মেসিকে সেরা বললেন এক ফুটবলপ্রেমী। তাঁকে পাল্টা যুক্তি দিতে বলেন রোনাল্ডোও।

কিছু দিন আগে নিজের ইউটিউব চ্যানেল শুরু করেছেন রোনাল্ডো। সম্প্রতি তিনি জুটি বেঁধেছেন বিশ্বের সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার থাকা মিস্টার বিস্টের সঙ্গে। দু’জনে যৌথ ভাবে কিছু ভিডিয়ো প্রকাশ করেছেন। সোমবার তেমনই একটা ভিডিয়ো প্রকাশ করেন আল নাসের অধিনায়ক। তাতে দেখা যাচ্ছে, আমেরিকার ইউটিউবারের সঙ্গে পেনাল্টি শট মারার প্রতিযোগিতায় নেমেছেন সিআর সেভেন। রোনাল্ডোর শট আটকাতে গোলপোস্টের সামনে বিস্ট-সহ চার জনকে দাঁড়াতে দেখা যায়। ভিডিয়োর শিরোনামে লেখা ছিল, ‘‘রোনাল্ডোকে থামাতে কত জন গোলরক্ষক প্রয়োজন?’’

সেই ভিডিয়োয় এক বন্ধুকে ইঙ্গিত করে মিস্টার বিস্ট বলেন, ‘‘নোলান বলেছে ও তোমাকে সর্বকালের সেরা মনে করে না। ওর মতে মেসিই সেরা ফুটবলার।’’ বিস্টের কথায় আরও দু’জন সমর্থন করে। তা দেখে রোনাল্ডো আর চুপ থাকেননি। তিনি বলেন, ‘‘কে বলেছে, মেসি আমার থেকে ভাল?’’ এ কথা বলেই হাসিতে ফেটে পড়েন সিআর সেভেন। পুরো ব্যাপারটাই হয়েছে মজার ছলে। রোনাল্ডো ওই ভিডিয়োয় নিজেকে সরাসরি সেরা বলে দাবি করেননি এক বারও।

Advertisement
আরও পড়ুন