West Bengal Recruitment Case

নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই তলব, নথি নিয়ে নিজাম প্যালেসে হাওড়ার দুই শিক্ষা আধিকারিক

সিবিআই সূত্রের খবর, শুধু হাওড়া নয়, একে একে সব জেলা থেকেই শিক্ষা দফতরের আধিকারিকদের ডেকে পাঠাবে সিবিআই। স্কুলে নিয়োগ প্রক্রিয়ায় কোনও অস্বচ্ছতা ছিল কি না, তা খতিয়ে দেখা হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১২:৫৩
Two education dept employees appeared in front of CBI in Kokara on Recruitment Case

—প্রতিনিধিত্বমূলক ছবি।

নিয়োগ দুর্নীতির তদন্তে নথিপত্র নিয়ে কলকাতার সিবিআই দফতরে এলেন হাওড়ার দুই শিক্ষা আধিকারিক। মঙ্গলবার সকালে হাওড়ার পরিদর্শক (ডিআই) অফিসে কর্মরত দুই আধিকারিক নিজাম প্যালেসে পৌঁছন।

Advertisement

দুই আধিকারিকের সঙ্গে বেশ কিছু নথিপত্র ছিল। সিবিআই সূত্রে খবর, নিয়োগ সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ওই দু’জনকে ডেকে পাঠানো হয়েছিল। তবে শুধু হাওড়া নয়, নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের অন্য জেলাগুলির দিকেও নজর রয়েছে তদন্তকারীদের।

ওই সূত্রের খবর, শুধু হাওড়া নয়, একে একে সব জেলা থেকেই শিক্ষা দফতরের আধিকারিকদের ডেকে পাঠাবে সিবিআই। স্কুলে নিয়োগ প্রক্রিয়ায় কোনও অস্বচ্ছতা ছিল কি না, তা খতিয়ে দেখা হবে।

গত নভেম্বরে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাই কোর্টে ৫৪ পাতার রিপোর্ট জমা দেয়। ওই রিপোর্ট জমা দিয়ে আদালতে তদন্তের অগ্রগতির কথা জানান সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল (সিট)-এর প্রধান অশ্বিন শেণভি।

আরও পড়ুন
Advertisement