R G Kar Protest

‘উত্তর দাও ক্ষমতা’, রবি সন্ধ্যায় পথে নেমে আরজি কর-কাণ্ডের বিচার চাইল টলিপাড়া

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে টলিউডের শিল্পী এবং কলাকুশলীরা। এর আগেও প্রতিবাদে তাঁরা পথে নেমেছেন। টালিগঞ্জের ট্রাম ডিপো থেকে শুরু হওয়া মিছিল শেষ হয় হাজরা মোড়ে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:২৫
মিছিলে মিছিলে অবরুদ্ধ হাজরা।

মিছিলে মিছিলে অবরুদ্ধ হাজরা। ছবি: অভিনন্দন দত্ত।

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩৬ key status

হাজরায় শেষ হল টলিপাড়ার কর্মসূচি

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে রবিবার পথে নেমেছিলেন টলিপাড়ার শিল্পী এবং কলাকুশলীরা। টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে শুরু হয় সেই মিছিল। শেষ হয় হাজরায়। বহু শিল্পী যোগ দিয়েছিলেন সেই মিছিলে। প্রবীণ শিল্পীরা পা মিলিয়েছেন। মিছিল থেকে উঠেছে নানা স্লোগান। সেই স্লোগান থেকে শিল্পীরা বুঝিয়ে দিলেন, ‘‘জনতা উত্তর চাইছে’’। সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। রবিবারের মিছিল থেকে সেই শুনানির কথাও শোনা গিয়েছে। সকলেই তাকিয়ে আছেন শীর্ষ আদালতের দিকে। হাজরা মোড়ে অবস্থান, মানববন্ধনেও শামিল হন শিল্পীরা। হাতে হাত ধরে দাঁড়ান সকলে। হাত মেলান সাধারণ মানুষও। আট থেকে আশি, রবিবার শিল্পীদের মিছিলে পা মেলালেন।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:২৮ key status

মিছিলে যোগ দিলেন পরমব্রত

হাজরা মোড়ে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে শামিল হলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‘এক মাস ধরে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে প্রতিবাদ করছেন। মহিলাদের সুরক্ষার দাবি অনেক দিন ধরেই উঠছে। দুঃখের বিষয় এমন নারকীয় ঘটনার পর মানুষকে পথে নেমে প্রতিবাদ করতে হচ্ছে। আমি কাল সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে রয়েছি।’’

মিছিলে যোগ দিলেন পরমব্রত।

মিছিলে যোগ দিলেন পরমব্রত। ছবি: অভিনন্দন দত্ত।

Advertisement
timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:২০ key status

হাজরা মোড়ে মানববন্ধন

হাতে হাত ধরে মানববন্ধন তৈরি হল হাজরাতে। যোগ দিলেন টলিপাড়ার শিল্পী এবং কলাকুশলীরাও।

হাজরা মোড়ে মানববন্ধন।

হাজরা মোড়ে মানববন্ধন। ছবি: অভিনন্দন দত্ত।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:১৩ key status

অবস্থানে টলিপাড়ার শিল্পীরা

হাজরা মোড়ে অবস্থানে বসলেন টলিপাড়ার শিল্পী এবং কলাকুশলীরা। সেই অবস্থান থেকেই উঠছে স্লোগান। গলা মেলাচ্ছেন সাধারণ মানুষও।

Advertisement
timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৬ key status

অবরুদ্ধ হাজরা

টলিপাড়ার মিছিল পৌঁছলে হাজরায়। সেখানে আগে থেকেই প্রাক্তনীদের মিছিল-অবস্থান চলছে। একাধিক মিছিলে অবরুদ্ধ হাজরা মোড়।

অবরুদ্ধ হাজরা মোড়।

অবরুদ্ধ হাজরা মোড়। ছবি: অভিনন্দন দত্ত।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৫৩ key status

মিছিলে যোগ দিলেন অভিনেত্রী অঞ্জনা

মিছিলের যোগ দিয়েছেন অভিনেত্রী অঞ্জনা বসু।

মিছিলে হাঁটছেন জয়জিৎ এবং অঞ্জনা।

মিছিলে হাঁটছেন জয়জিৎ এবং অঞ্জনা। ছবি: অভিনন্দন দত্ত।

Advertisement
timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৮ key status

কালীঘাট ছেড়ে মিছিল এগোচ্ছে হাজরার দিকে

কালীঘাটের পাশ দিয়ে টলিপাড়ার মিছিল এগিয়ে যাচ্ছে হাজরার দিকে। সেই মিছিল থেকে স্লোগান উঠল, ‘কালীঘাটের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর’।

মিছিল এগোচ্ছে হাজরার দিকে।

মিছিল এগোচ্ছে হাজরার দিকে। ছবি: অভিনন্দন দত্ত।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৪ key status

মিছিলে শিশু

মিছিলে শিশু।

মিছিলে শিশু। ছবি: অনুসূয়া বন্দ্যোপাধ্যায়।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩৯ key status

লাঠি হাতে মিছিলে প্রবীণ কলাকুশলীরা

মিছিলে প্রবীণ কলাকুশলীরা।

মিছিলে প্রবীণ কলাকুশলীরা। ছবি: অনুসূয়া বন্দ্যোপাধ্যায়।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩৫ key status

রাসবিহারী মোড়ে টলিপাড়ার শিল্পীরা

রাসবিহারীতে পৌঁছেছে টলিপাড়ার মিছিল। সেখানেই দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন শিল্পীরা।

স্লোগান টলিউডের শিল্পীদের।

স্লোগান টলিউডের শিল্পীদের। ছবি: অনুসূয়া বন্দ্যোপাধ্যায়।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩১ key status

রাসবিহারীতে অবস্থান

অবস্থানে প্রতিবাদীরা।

অবস্থানে প্রতিবাদীরা। ছবি: অভিনন্দন দত্ত।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২৬ key status

অবরুদ্ধ রাসবিহারী

মিছিলে মিছিলে ছয়লাপ রাসবিহারী। এক দিকে টলিপাড়ার মিছিল, অন্য দিকে দক্ষিণ কলকাতার বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা। 

অবরুদ্ধ রাসবিহারী।

অবরুদ্ধ রাসবিহারী। ছবি: অভিনন্দন দত্ত।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১৯:১৯ key status

ব্যারিকেড সরাল পুলিশ

টালিগঞ্জ থানার সামনে থাকা ব্যারিকেড সরাল পুলিশ। মিছিল এগিয়ে যাচ্ছে রাসবিহারীর দিকে। সেখানে অন্য একটি মিছিল আছে। তবে টলিপাড়ার শিল্পীদের হাজরা পৌঁছতে সেই পথই ধরতে হবে।

ব্যারিকেড সরাল পুলিশ।

ব্যারিকেড সরাল পুলিশ। ছবি: অভিনন্দন দত্ত।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১৯:১৪ key status

মিছিলে হেনস্থার অভিযোগে বিদ্ধ জয়জিৎ

রবিবারই টলিপাড়ার এক মহিলা শিল্পী তাঁর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন। সেই অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় পা মিলিয়েছেন প্রতিবাদী মিছিলে। সেই মিছিল থেকে তিনি বলেন, ‘‘যে কেউ কারও বিরুদ্ধে অভিযোগ আনতেই পারেন। কিন্তু অভিযোগ প্রমাণিত হয়নি। আমার কাছে প্রমাণ আছে। কিন্তু যিনি অভিযোগ করেছেন, তাঁর কাছে প্রমাণ নেই। ২৪ ঘণ্টা হতে চলল, এখন প্রমাণ দেখাতে পারেননি।’’

অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।

অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। ছবি: অভিনন্দন দত্ত।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫৩ key status

মিছিল মুদিয়ালিতে

মুদিয়ালি মোড় অতিক্রম করে মিছিল এগোচ্ছে রাসবিহারীর দিকে। মিছিল থেকে উঠছে পুলিশের বিরুদ্ধে স্লোগান।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫০ key status

টালিগঞ্জ রেলসেতুর নীচে পৌঁছল মিছিল

টলিপাড়ার মিছিল পৌঁছেছে টালিগঞ্জ রেলসেতুর নীচে।

টলিপাড়ার মিছিল পৌঁছেছে টালিগঞ্জ রেলসেতুর নীচে। ছবি: অভিনন্দন দত্ত।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪১ key status

টলিপাড়ার মিছিলে অবরুদ্ধ পথ

টলিপাড়ার মিছিলের জেরে অবরুদ্ধ পথ। টালিগঞ্জ থেকে হাজরাগামী রাস্তায় যান চলাচল বন্ধ। কর্তব্যরত পুলিশকর্মী জানান, মিছিল যেমন যেমন এগোবে, সেভাবেই গাড়ি ছাড়া হবে আস্তে আস্তে।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩৮ key status

মানসীর মুখে স্লোগান

মিছিলের মাঝেই অটোয় উঠে পড়েন পরিচালক-অভিনেতা মানসী সিনহা। হাতে মাইক নিয়ে শুরু করেন স্লোগান দেওয়া। ‘বিচার চাইছে জনতা, উত্তর দাও ক্ষমতা’, মানসীর স্লোগানে গলা মেলাচ্ছে মিছিলের প্রতিবাদীরা। 

মানসী সিনহা।

মানসী সিনহা। ছবি: অভিনন্দন দত্ত।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৫ key status

ঠাকুর দেখতে মিছিল করে বার হব: রাহুল

রাহুলের কথায়, ‘‘যত দিন পর্যন্ত না আমরা বিচার পাচ্ছি, তত দিন প্রতিবাদ চলবে। আগামী দিনে প্রতিবাদ আরও দীর্ঘতর হবে। কোনও পুজো, কোনও অনুষ্ঠান, আমাদের বিরত করতে পারবে না। ঠাকুর দেখতে বার হলেও মিছিল করে বিচারের দাবিতে বার হব।’’

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ছবি: অভিনন্দন দত্ত।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১৯ key status

মিছিলে আটকে পড়া অ্যাম্বুল্যান্সকে পথ করে দিলেন শিল্পীরা

টলিপাড়ার মিছিলে মধ্যে আটকে পড়ে একটি অ্যাম্বুল্যান্স। সেই অ্যাম্বুল্যান্সে ছিলেন এক জন সন্তানসম্ভবা। মিছিল থামিয়ে সেই অ্যাম্বুল্যান্সকে যাওয়ার পথ করে দিলেন টলিউডের শিল্পীরা। 

টলিপাড়ার মিছিল।

টলিপাড়ার মিছিল। ছবি: অনুসূয়া বন্দ্যোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন