Techno International New Town

তরুণদের উৎসাহ জোগাতে তিন দিনের স্টার্টআপ সামিটের আয়োজন টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউনের

শিবিরে যোগ দেওয়ার জন্য আগামী ৫ এপ্রিল পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। মহিলাদের জন্য নাম নিবন্ধকরণের খরচে থাকছে বিশেষ ছাড়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১৫:৪০

তরুণদের উৎসাহ জোগাতে তিন দিনের ইনভেস্টর-স্টার্টআপ শিবিরের আয়োজন করতে চলেছে টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন (টিন্ট)। সংস্থার বিজ়নেস ইনকিউবেশন সেল আয়োজিত এই সম্মেলনের নাম ‘ইনকিউবেস ২০২৫’। আগামী এপ্রিল মাসের ১০ থেকে ১২ তারিখ পর্যন্ত টিন্টের ক্যাম্পাসেই এটি অনুষ্ঠিত হবে। প্রতি দিন সকাল ৯টা থেকে শুরু করে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই শিবির।

Advertisement

তিন দিনের এই উদ্যোগে উপস্থিত থাকবেন দেশের অগ্রণী বিনিয়োগকারীরা। থাকবেন বিভিন্ন শিল্পপতি এবং স্টার্টআপ বিশেষজ্ঞেরাও। তাঁদের সামনেই বিভিন্ন স্টার্টআপের উদ্যোক্তারা নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। বিনিয়োগকারীদের মন জিততে পারলে সংশ্লিষ্ট স্টার্টআপে বিনিয়োগও করতে পারেন তাঁরা। এ ছাড়াও, থাকবে বুটক্যাম্প প্রশিক্ষণ, ইনভেস্টর নেটওয়ার্কিং এবং পিচিং সেশনের ব্যবস্থা। তিন দিনের এই শিবির তরুণ উদ্যোগীদের জন্য গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠতে পারে বলে আশাবাদী কর্তৃপক্ষও। এই সম্মেলন ছোট স্টার্টআপগুলিতে বিনিয়োগ এবং বৃদ্ধির পথ প্রশস্ত করতেও সাহায্য করবে।

শিবিরে উপস্থিত থাকবেন ইন্ডিয়ান অয়েল বোর্ডের ডিরেক্টর শুক্লা মিস্ত্রি এবং বিজ্ঞানী তথা পশ্চিমবঙ্গ বিজ্ঞান ও প্রযুক্তি কাউন্সিলের পেটেন্ট ইনফরমেশন সেন্টারের নোডাল অফিসার মহুয়া হোম চৌধুরী, একটি বণিকসভার বিশেষ কমিটির চেয়ারপার্সন বিবেক জালান এবং মেটালনের ম্যানেজিং ডিরেক্টর নবীন মিশ্র। শিবিরে যোগ দেওয়ার জন্য আগামী ৫ এপ্রিল পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। মহিলাদের জন্য নাম নিবন্ধকরণের খরচে থাকছে বিশেষ ছাড়।

Advertisement
আরও পড়ুন