Presidency University

ফি বৃদ্ধি নিয়ে জটিলতা চলছে প্রেসিডেন্সিতে

প্রেসিডেন্সির এসএফআই নেতা বিতান ইসলাম জানালেন, অস্বাভাবিক হারে ফি বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। অনেকের পক্ষেই এত ফি দিয়ে পড়া সম্ভব নয়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৪ ০৮:৩৪
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। —ফাইল চিত্র।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ফি বৃদ্ধির প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান চালাচ্ছে ছাত্র সংগঠন এসএফআই। সূত্রের খবর, ফি বৃদ্ধির প্রস্তাব পুনর্বিবেচনা করতে বিশ্ববিদ্যালয়ের আয়-ব্যয় বিষয়ক কমিটি সোমবার পড়ুয়াদের সঙ্গে বসতে চলেছে। বিশ্ববিদ্যালয়ের আর্থিক অনটনের কথা পড়ুয়াদের জানিয়েছিল এই কমিটি। নতুন শিক্ষাবর্ষে যাঁরা ভর্তি হবেন, তাঁদের ক্ষেত্রে ফি বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। প্রেসিডেন্সি কলেজে যে ফি ছিল, বিশ্ববিদ্যালয় হওয়ার পরে এত দিন তা বাড়েনি।

Advertisement

প্রেসিডেন্সির এসএফআই নেতা বিতান ইসলাম জানালেন, অস্বাভাবিক হারে ফি বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। অনেকের পক্ষেই এত ফি দিয়ে পড়া সম্ভব নয়। প্রস্তাবে ভর্তির ফি এবং সিমেস্টার ফি, দুই-ই বাড়ানোর কথা বলা হয়েছে। তবে আর্থিক ভাবে দুর্বল পড়ুয়াদের বিষয়টি ভেবে দেখা হবে বলে জানায় কমিটি। এর আগে কমিটি পড়ুয়াদের জানিয়েছিল, বিশ্ববিদ্যালয়ে আর্থিক সমস্যা রয়েছে। সরকারি সাহায্য তেমন আসছে না। আট বছর ধরে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে বই কেনা হয়নি। ল্যাবরেটরির অবস্থাও তথৈবচ।

আরও পড়ুন
Advertisement