Protest

ভর্তি বন্ধ দমদমের আর্ট কলেজে, বিক্ষোভ

সোমবার সকাল থেকে দমদমে কলেজের সামনে চট পেতে অবস্থান বিক্ষোভে বসেন ছাত্রছাত্রীরা। তাঁদের অভিযোগ, চলতি বছরে দিবা বিভাগের ফর্ম ছাড়া হয়েছে। কিন্তু সান্ধ্য বিভাগে ভর্তির আবেদন নেওয়া হয়নি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৪ ০৮:২৬
ইন্ডিয়ান আর্ট কলেজ।

ইন্ডিয়ান আর্ট কলেজ। —ফাইল চিত্র।

বন্ধ হয়ে গেল ইন্ডিয়ান আর্ট কলেজে প্রথম বর্ষে ভর্তির প্রবেশিকা। সোমবার সকাল থেকে দমদমে কলেজের সামনে চট পেতে অবস্থান বিক্ষোভে বসেন ছাত্রছাত্রীরা। তাঁদের অভিযোগ, চলতি বছরে দিবা বিভাগের ফর্ম ছাড়া হয়েছে। কিন্তু সান্ধ্য বিভাগে ভর্তির আবেদন নেওয়া হয়নি। কিছু দিন ধরেই কলেজ থেকে সান্ধ্য বিভাগ তুলে দেওয়ার চক্রান্ত চলছে বলেও পড়ুয়াদের অভিযোগ। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কল্লোল রায় বলেন, ‘‘সান্ধ্য বিভাগে ভর্তির ব্যবস্থা হবে। দিবা ও সান্ধ্য বিভাগের প্রবেশিকা পরীক্ষার দিন জানানো হবে। তবে ছাত্রছাত্রীরা কলেজে ঢুকতে না দিলে সে সব প্রক্রিয়ায় অসুবিধা হচ্ছে।’’

Advertisement

রাজ্য সরকার পোষিত ১৩০ বছরেরও পুরনো ইন্ডিয়ান আর্ট কলেজে দিবা ও সান্ধ্য মিলিয়ে প্রতি বছর শতাধিক ছেলেমেয়ে সুযোগ পান। এ দিন তৃতীয় বর্ষের ছাত্র অর্ঘ্য সরকার বলেন, ‘‘দেশে আমাদের আর্ট কলেজেই সান্ধ্য বিভাগ রয়েছে। অনেকেই দিনে কাজ বা পড়াশোনা করে বিকেলে ক্লাস করেন। এই বিভাগ বন্ধ হলে অনেকের শিল্পী হওয়ার স্বপ্ন ভেঙে যাবে।’’

কলেজে শিক্ষক, শিক্ষাকর্মীর ঘাটতি-সহ একাধিক বিষয় নিয়েও অভিযোগ জানান আন্দোলনকারীরা। প্রতিবাদে শামিল প্রাক্তন ছাত্র, শিল্পীরাও। প্রাক্তনী রিয়া মুখোপাধ্যায় বলেন, ‘‘না জানিয়ে সান্ধ্য বিভাগ তুলে দেওয়া হচ্ছে! এই সিদ্ধান্তের প্রতিবাদেই আমাদের আন্দোলন।’’

আরও পড়ুন
Advertisement