Life Imprisonment

নাবালিকাকে যৌন নির্যাতনে যাবজ্জীবন কারাবাসের সাজা

যাবজ্জীবন কারাবাসের পাশাপাশি সুদীপের এক লক্ষ টাকা জরিমানা করেছে আলিপুরের বিশেষ পকসো আদালত।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ০৯:০৩
সাজাপ্রাপ্তের নাম সুদীপ চট্টোপাধ্যায়।

সাজাপ্রাপ্তের নাম সুদীপ চট্টোপাধ্যায়। —প্রতীকী চিত্র।

নাবালিকাকে যৌন নির্যাতনের অপরাধে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন আলিপুরের বিশেষ পকসো আদালতের বিচারক রিম্পা রায়। বুধবার এই সাজা শোনান তিনি। সাজাপ্রাপ্তের নাম সুদীপ চট্টোপাধ্যায়।

Advertisement

এই অপরাধের কারণে যাবজ্জীবন কারাবাসের পাশাপাশি সুদীপের এক লক্ষ টাকা জরিমানা করেছে আলিপুরের বিশেষ পকসো আদালত। সেই সঙ্গে নির্যাতিতাকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশও দিয়েছেন বিচারক।

সরকারি আইনজীবী শিবনাথ অধিকারী এবং মাধবী ঘোষ জানিয়েছেন, যৌন নির্যাতনের ঘটনাটি ঘটেছিল ২০১৬ সালে নেতাজিনগর থানা এলাকায়। সুদীপের বৃদ্ধ, অসুস্থ বাবার ২৪ ঘণ্টা দেখাশোনা করতেন নাবালিকার মা। পেশায় কেন্দ্রীয় সরকারি কর্মী সুদীপ কর্মসূত্রে বাঁকুড়ায় থাকত। মাঝেমধ্যে বাবাকে দেখতে সে বাড়ি আসত। এ দিকে স্কুলপড়ুয়া ওই নাবালিকা বিভিন্ন ছুটির সময়ে তার মায়ের কাছে এসে থাকত।

নির্যাতিতা নাবালিকার পরিবারের অভিযোগ, সুদীপ বাড়ি এসে নানা অছিলায় ওই নাবালিকার উপরে যৌন নির্যাতন চালাত। ২০১৬ সালের অক্টোবরে সুদীপের বাবা মারা যান।

এর পরেই নাবালিকার₹ বাবা জানতে পারেন, তাঁর মেয়ের উপরে নিয়মিত যৌন নির্যাতন চালাত সুদীপ। তখনই পরিবারের তরফ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। আদালত সূত্রের খবর, অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় সুদীপকে। তাকে জেল হেফাজতে রেখে এত দিন বিচার প্রক্রিয়া চলেছে। এই মামলায় সাক্ষ্য দিয়েছেন মোট আট জন।

Advertisement
আরও পড়ুন