Dialysis Unit

রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবন হাসপাতালের নতুন ডায়ালিসিস ইউনিট

হাসপাতাল সূত্রের খবর, আগামী এক মাসের মধ্যে ডায়ালিসিস পরিষেবা পুরোদমে চালু করা হবে। ১৯৫০ সালে হাসপাতালটি শুরু করেছিল রামকৃষ্ণ মিশন, বেলুড়। ১৯৬১ সালে সেটি রামকৃষ্ণ সারদা মিশনের হাতে তুলে দেওয়া হয়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৪ ০৮:২৮
রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবন হাসপাতালে শুরু হল ডায়ালিসিস ইউনিট।

রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবন হাসপাতালে শুরু হল ডায়ালিসিস ইউনিট। ছবি: রণজিৎ নন্দী।

রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবন হাসপাতালে চালু হল ডায়ালিসিস ইউনিট। শনিবার সকালে এই পরিষেবার সূচনা করেন শ্রীসারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষা প্রব্রাজিকা প্রেমপ্রাণা ও সহকারী সাধারণ সম্পাদক প্রব্রাজিকা অনিলপ্রাণা। হাসপাতাল সূত্রের খবর, আগামী এক মাসের মধ্যে ডায়ালিসিস পরিষেবা পুরোদমে চালু করা হবে।

Advertisement

১৯৫০ সালে হাসপাতালটি শুরু করেছিল রামকৃষ্ণ মিশন, বেলুড়। ১৯৬১ সালে সেটি রামকৃষ্ণ সারদা মিশনের হাতে তুলে দেওয়া হয়। এখানে মূলত মহিলা ও শিশুদের পরিষেবা দেওয়া হয়।

আরও পড়ুন
Advertisement