প্রতিনিধিত্বমূলক ছবি।
রবিবার ছুটির দিনে আবারও মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটল। এ বার শোভাবাজার মেট্রো স্টেশনে। তার জেরে রবিবার ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ)-এ ব্যাহত হয় মেট্রো পরিষেবা। জানা গিয়েছে, রবিবার বিকেল নাগাদ শোভাবাজারে ডাউন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। ঘটনার পর থেকেই ব্যাঘাত ঘটে মেট্রো পরিষেবায়। প্রায় ৩৫ মিনিট পরিষেবা বন্ধ ছিল দমদম এবং সেন্ট্রালের মাঝে।
মেট্রো রেল সূত্রে খবর, রবিবার বিকেল ৪টে ১০ মিনিট নাগাদ শোভাবাজার স্টেশনে একটি আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে। এই ঘটনার পরে দ্রুত স্টেশন খালি করে দেওয়া হয়। তাঁকে উদ্ধার করতে তৃতীয় লাইনে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়। ডাউন লাইনে, অর্থাৎ দক্ষিণেশ্বর-কবি সুভাষমুখী লাইনে মেট্রো পরিষেবা ব্যাঘাত ঘটে। দমদম এবং সেন্ট্রালের মধ্যে ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখেন মেট্রো কর্তৃপক্ষ। তবে আপ লাইনে মেট্রো চলছিল। প্রায় ৩৫ মিনিট ডাউন লাইনে পরিষেবা ব্যাহত ছিল। তার পর ধীরে ধীরে স্বাভাবিক হয়।
চলতি বছরেই শোভাবাজারে বেশ কয়েকটি আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছিল। এর আগে গত ১৪ অক্টোবর শোভাবাজার স্টেশনে মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক জন। ওই ঘটনার জন্য ৩০ মিনিট পরিষেবা ব্যাহত হয়। গত মাসের ৮ তারিখেও মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে। শোভাবাজার স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। তার ফলে প্রায় ৪৫ মিনিট দমদম থেকে সেন্ট্রাল স্টেশন পর্যন্ত পরিষেবা বন্ধ ছিল।
সম্প্রতি লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা রুখতে কালীঘাট স্টেশনের ডাউন প্ল্যাটফর্মে পাকাপোক্ত ভাবে কিছু গার্ডরেল বসিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু নিত্যযাত্রীদের একাংশের বক্তব্য, দু’টি গার্ডরেলের মধ্যে যা ব্যবধান, তাতে কর্তৃপক্ষের আসল উদ্দেশ্য সফল হওয়ার সম্ভাবনা কম। এ ছাড়াও শুধুমাত্র কালীঘাট স্টেশনে একটি দিকে গার্ডরেল বসিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা আটকানোর পরিকল্পনা অবাস্তব বলেও প্রশ্ন তোলে যাত্রীদের একাংশ। তার পরও একের পর এক আত্মহত্যার চেষ্টার ঘটনা প্রকাশ্যে আসছে, যা নিয়ে উদ্বেগে মেট্রো কর্তৃপক্ষ।