Drug Recovery

বড়দিনের আগে কলকাতায় উদ্ধার কোকেন-সহ একাধিক নিষিদ্ধ মাদক! দুই জনকে গ্রেফতার করল পুলিশ

উৎসবের আবহে মাদকচক্রের বিরুদ্ধে অভিযান চালাল কলকাতা পুলিশ। শহরের দুই ভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নানা ধরনের নিষিদ্ধ মাদক উদ্ধার করল তারা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৩:৪৭
Kolkata police raid two different palaces and recover huge quantity of Narcotic

প্রতিনিধিত্বমূলক ছবি।

সামনেই বড়দিন। তার পরই নববর্ষ। কলকাতায় তাই উৎসবের মেজাজ। উৎসবের আবহে এ বার মাদকচক্রের বিরুদ্ধে অভিযান চালাল কলকাতা পুলিশ। শহরের দুই ভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নানা ধরনের নিষিদ্ধ মাদক উদ্ধার করল তারা। দুই পৃথক ঘটনায় দু’জনকে গ্রেফতারও করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের নারকোটিক সেল শহরের দুই জায়গায় অভিযান চালায়। পঞ্চসায়রের এক বহুতলের ১১ তলার একটি ফ্ল্যাট থেকে রবিবার সকালে পারভেজ় আলি নামে এক যুবককে গ্রেফতার করে তারা। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক। তার মধ্যে রয়েছে কোকেনও।

(বাঁ দিকে) প্রসেনজিৎ রায় এবং পারভেজ় আলি (ডান দিকে)।

(বাঁ দিকে) প্রসেনজিৎ রায় এবং পারভেজ় আলি (ডান দিকে)। — কলকাতা পুলিশের থেকে প্রাপ্ত।

অন্য দিকে, বাইপাসের ধারে সার্ভে পার্ক থানা এলাকার এক বাড়িতেও হানা দিয়ে একই জাতীয় কিছু নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের নারকোটিক সেল। পুলিশ জানিয়েছে, লিলুয়ার বাসিন্দা প্রসেনজিৎ রায় ওরফে অর্ঘকে গ্রেফতার করা হয়েছে। এই দুই ঘটনার সঙ্গে কোনও বড় মাদকচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন