নতুন টালা সেতুর বাস স্টপেজ তুলে দেওয়া অসুবিধায় পড়ছেন এলাকার বাসিন্দারা। —ফাইল ছবি।
নতুন টালা সেতুর কারণে উঠে গিয়েছে বাস স্টপ। যার ফলে সমস্যায় পড়েছেন তাঁর বিধানসভা এলাকার সাধারণ মানুষ। মঙ্গলবার বিধানসভার উল্লেখপর্বে সরব হলেন কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। তিনি বলেন, ‘‘টালা সেতু তৈরি হয়েছিল ১৯৩৯ সালে। কিন্তু স্বাস্থ্য পরীক্ষার পর ২০২১ সালে সেতুটি ভেঙে ফেলা হয়। এর পর দু’বছরের মধ্যে নতুন করে তৈরি হয়েছে টালা সেতু। আগের টালা সেতুতে উত্তর ও দক্ষিণমুখী দু’টি বাস স্টপেজ ছিল। কিন্তু নতুন সেতু তৈরির পর এই দু’টি বাস স্টপেজ তুলে দেওয়া হয়েছে। ফলে অসুবিধায় পড়েছেন ওই এলাকার বাসিন্দারা।’’
অতীন আরও স্পষ্ট করে বলছেন, ‘‘উত্তরমুখী যে বাস স্টপটি ছিল, সেটির উপর নির্ভরশীল ছিলেন ঘোষবাগানের বাসিন্দারা। এখানে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় ৫০ হাজার। এই বাস স্টপেজ তুলে দেওয়ায় সেখানকার মানুষজনদের এক কিলোমিটার হেঁটে বাস ধরতে হচ্ছে। শিশু, বয়স্ক এবং অসুস্থ মানুষদের খুব সমস্যা হচ্ছে।’’ এই সমস্যার যাতে দ্রুত সমাধান করা হয়, সে বিষয়ে পদক্ষেপ চেয়েছেন কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক। এ প্রসঙ্গে অতীন বলেছেন, ‘‘আমি বিষয়টি নিয়ে পরিবহণ মন্ত্রীর সঙ্গে ইতিমধ্যেই আলোচনা করেছি। তিনিও সমস্যাটি বুঝতে পেরেছেন। সেই কারণে আমরা ঘোষবাগান এলাকার থেকে উত্তর ও দক্ষিণ মুখী একটি বাস রুট তৈরির কথা বলেছি। সে ক্ষেত্রে ধর্মতলা বা শ্যামবাজার যেতে যাত্রীদের সুবিধা হবে। পরিবহণ দফতরের মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন। কিন্তু আমরা চাইছি দ্রুত এই কাজটি করা হোক। তাই বিধানসভার দৃষ্টি আকর্ষণ করলাম।’’