সরাসরি
Junior Doctors Cease Work

ধর্মতলায় পৌঁছল মিছিল, অবস্থানের সিদ্ধান্ত, পুলিশের সঙ্গে চলছে তর্কাতর্কি! এর পর কী

এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করছেন জুনিয়র ডাক্তারেরা। এই প্রতিবাদ মিছিলের শেষে কর্মবিরতি তুলে নেওয়ার কথা তাঁরা ঘোষণা করতে পারেন। ধর্মতলাতে বসতে পারেন অবস্থানেও।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৪ ১৮:৪৬
(বাঁ দিকে) প্রতিবাদ মিছিলে হাঁটছেন জুনিয়র ডাক্তারেরা এবং ঘড়ি (ডান দিকে)।

(বাঁ দিকে) প্রতিবাদ মিছিলে হাঁটছেন জুনিয়র ডাক্তারেরা এবং ঘড়ি (ডান দিকে)। ছবি: শোভন চক্রবর্তী।

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৪ ১৮:৪৩ key status

ধর্মতলা পৌঁছল মিছিল

জুনিয়র ডাক্তারদের মিছিল পৌঁছল ধর্মতলায়।

timer শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৪ ১৮:১৩ key status

মিছিলে ঘড়ি

জুনিয়র ডাক্তারদের মিছিলের শুরুতেই যে ট্যাবলো আছে, তাতে রাখা একটি বড় ঘড়ি। আন্দোলনকারীদের দাবি, ধর্মতলায় মেট্রো স্টেশনের সামনে ওই ঘড়ি টাঙিয়ে দেওয়া হবে। সেই ঘড়ি ধরেই রাজ্য সরকারকে সময় বেঁধে দিতে চান তাঁরা।

মিছিলের ট্যাবলোতে বড় ঘড়ি।

মিছিলের ট্যাবলোতে বড় ঘড়ি। ছবি: শোভন চক্রবর্তী।

Advertisement
timer শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৪ ১৮:০৮ key status

পোস্টার হাতে সুন্দরবন থেকে মিছিলে শিক্ষক

রায়বিঘির বাসিন্দা বিজেন্দ্র বৈদ্য। স্থানীয় স্কুলে শিক্ষকতা করেন তিনি। শুক্রবার জুনিয়র ডাক্তারদের মিছিলে দেখা গেল তাঁকে। হাতে ধরা নানা ধরনের পোস্টার। সবেতেই রঙ-তুলি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রতিবাদের ভাষায়। তাঁর কথায়, ‘‘এত দিন নানা কাজে আসতে পারিনি। আজ যদি না আসতাম, তবে আন্দোলনে থাকতে পারতাম না।’’ যদিও বিজেন্দ্র মনে করেন, কর্মবিরতি না করেও অন্য পথে আন্দোলন করা যায়।

পোস্টার হাতে সুন্দরবন থেকে মিছিলে শিক্ষক।

পোস্টার হাতে সুন্দরবন থেকে মিছিলে শিক্ষক। ছবি: শোভন চক্রবর্তী।

timer শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৪ ১৭:৪৭ key status

আর কিছু ক্ষণের মধ্যেই ধর্মতলা পৌঁছবে মিছিল

জুনিয়র ডাক্তারদের মিছিল আর কিছু ক্ষণের মধ্যেই ধর্মতলা পৌঁছবে। বিকেল পৌনে ৫টা নাগাদ মিছিল রয়েছে পার্ক স্ট্রিটে। ধর্মতলায় পৌঁছে কী সিদ্ধান্তের কথা জানান তাঁরা সে দিকেই নজর সকলের।

Advertisement
timer শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৪ ১৭:৩৭ key status

ময়দান পেরোল মিছিল

বিকেল সাড়ে ৫টার নাগাদ ময়দান এলাকায় পৌঁছয় জুনিয়র ডাক্তারদের মিছিল। সেই মিছিলেন পা মিলিয়েছেন সাধারণ মানুষেরাও। 

timer শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৪ ১৭:০৮ key status

জুনিয়র ডাক্তারদের পাশে সিনিয়রেরা

শুক্রবারের জুনিয়র ডাক্তারদের মিছিলে সামিল হয়েছেন সিনিয়র চিকিৎসকেরা। তাঁদের কথায়, ‘‘জুনিয়র ডাক্তারেরা ন্যায্যা দাবিতে আন্দোলন করছেন। আমরা প্রথম দিন থেকে তাঁদের পাশে আছি।’’

Advertisement
timer শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৪ ১৭:০৫ key status

রবীন্দ্র সদন পেরলো মিছিল

এসএসকেএম থেকে শুরু হওয়া জুনিয়র ডাক্তারদের মিছিল পায়ে পায়ে এগিয়ে চলেছে ধর্মতলার দিকে। বিকেল ৫টা নাগাদ মিছিল রবীন্দ্র সদন পার করেছে। 

timer শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৪ ১৬:৫৫ key status

‘আরজি করের নির্যাতিতার বিচার চাই’

জুনিয়র ডাক্তারদের দাবি, প্রথম দিন থেকে তাঁরা নির্যাতিতার বিচারের দাবিতে রাজপথে রয়েছেন। যত দিন না সুবিচার মিলছে আন্দোলন চালিয়ে য়াবেন তাঁরা।

timer শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৪ ১৬:৫২ key status

কোন পথে আন্দোলন?

আন্দোলনের সম্ভাব্য অভিমুখ এবং ভবিষ্যৎ কর্মসূচি ঠিক করতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা জিবি (জেনারেল বডি) বৈঠক করেন জুনিয়র ডাক্তারেরা। সেই বৈঠকের নির্যাস এখনও পর্যন্ত পুরোপুরি জানা না-গেলেও, জুনিয়র ডাক্তারদের সূত্রে খবর, বৃহস্পতির কনভেনশনে উঠে আসা অধিকাংশের মতামতকে মর্যাদা দিয়ে, কর্মবিরতি তুলে নিয়ে পুজোর আগে আন্দোলনকে অন্য মোড় দেওয়ার প্রস্তাব এসেছে নানা স্তর থেকে। 

timer শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৪ ১৬:৪৬ key status

প্রতিবাদ মিছিল

এসএসকেএম হাসপাতাল থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিলে হাঁটছেন জুনিয়র ডাক্তারেরা। মিছিল শেষে কর্মবিরতি তুলে নেওয়ার কথা তাঁরা ঘোষণা করতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন