RG Kar Medical College and Hospital Incident

পাঁচ ঘণ্টা শেষে মমতার বাড়ি থেকে বেরোলেন চিকিৎসকেরা, সোজা উঠে গেলেন বাসে

সোমবার সরকারের তরফে জুনিয়র ডাক্তারদের ইমেল করে কালীঘাটে বৈঠকে ডাকা হয়। সন্ধ্যায় তাঁরা মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যান। সঙ্গে ছিলেন দুই স্টেনোগ্রাফার। দু’ঘণ্টা পর শেষ হল বৈঠক।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪ ০০:২৩

গ্রাফিক: সনৎ সিংহ।

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:০৪ key status

বিবরণী লেখার কাজ প্রায় শেষ

বৈঠকের বিবরণী লেখার কাজও প্রায় শেষ। 

timer শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:২৯ key status

পরিকাঠামো নিয়ে দাবি!

সূত্রের খবর, হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন নিয়ে আন্দোলনকারী চিকিৎসকেরা যে দাবি তুলেছেন, তা মেনে নিয়েছে রাজ্য। মোট পাঁচ দফা দাবি রেখেছেন আন্দোলনকারীরা। 

গ্রাফিক: সনৎ সিংহ।

Advertisement
timer শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:০৫ key status

মুখ্যমন্ত্রীর বাড়িতেই চিকিৎসকেরা

মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে এখনও বার হননি চিকিৎসকেরা। 

timer শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৫ key status

রাস্তায় চলছে স্লোগান

কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের রাস্তায় উঠছে স্লোগান, ‘বিচার চাই’। 

Advertisement
timer শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫২ key status

বৈঠক শেষ

প্রায় দু’ঘণ্টা পর শেষ হল বৈঠক। চলছে বৈঠকের বিবরণী (মিনিট্‌স) লেখার কাজ।

timer শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:৪৭ key status

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গেল বাস

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গেল বাস। তাতে চেপেই এসেছিলেন চিকিৎসকেরা। 

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আবার গেল বাস।

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আবার গেল বাস। ছবি: সারমিন বেগম।

Advertisement
timer শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:১৫ key status

দেড় ঘণ্টা পার

৬টা ৪০ মিনিটে কালীঘাটে শুরু হয়েছিল বৈঠক। দেড় ঘণ্টা পেরিয়ে গেল।  পাঁচ দফা দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দিয়েছেন আন্দোলনকারীরা। 

timer শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:১৬ key status

বৈঠকে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব

কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। 

timer শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:০৫ key status

শুরু বৈঠক

মুখ্যমন্ত্রীর বাড়িতে শুরু হয়েছে বৈঠক। বাড়িতে যে ঘরে বসে কাজ করেন তিনি, সেখানেই জুনিয়র ডাক্তারদের সঙ্গে চলছে আলোচনা। 

timer শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:০২ key status

আশাবাদী মমতা

বৈঠক নিয়ে আশাবাদী তিনি, একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন মমতা।

timer শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫০ key status

চলছে প্রবেশের প্রক্রিয়া

মুখ্যমন্ত্রীর বাড়ির ভিতর আন্দোলনকারীদের প্রবেশের প্রক্রিয়া চলছে। তাঁদের চেক করছেন নিরাপত্তারক্ষীরা। 

timer শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪৪ key status

অনুমতি দুই স্টেনোগ্রাফারকেও

মুখ্যমন্ত্রীর বাড়িতে চিকিৎসকদের সঙ্গে দুই পেশাদার স্টেনোগ্রাফারকে প্রবেশেরও অনুমতি দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গেই এসেছেন তাঁরা। 

timer শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১৮ key status

কালীঘাটে চিকিৎসকেরা

কালীঘাটে পৌঁছে গেল চিকিৎসকদের বাস। 

timer শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১১ key status

কালীঘাটে কড়া নিরাপত্তা

কালীঘাটে মোতায়েন করা হয়েছে কড়া নিরাপত্তা। 

timer শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০৪ key status

মা উড়ালপুলে বাস

চিকিৎসকদের বাস উঠল মা উড়ালপুলে। প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন দুই স্টেনোগ্রাফার। 

timer শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫০ key status

বাস ছাড়ল

স্বাস্থ্য ভবন থেকে ছাড়ল বাস। গন্তব্য কালীঘাট। 

কালীঘাটের পথে আন্দোলনকারীরা।

কালীঘাটের পথে আন্দোলনকারীরা। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৬ key status

উঠছে স্লোগান

আন্দোলনস্থলে উঠছে স্লোগান, ‘বিচার চাই’। উলুধ্বনি দেওয়া হচ্ছে। 

timer শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৮ key status

আবার মেল

আবার মেল করে স্টেনো নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে আন্দোলনকারীদের তরফে। 

timer শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৮ key status

‘সিদ্ধান্ত ওখানে নয়’

আন্দোলনকারীরা বলেন, ‘‘কালীঘাটে কোনও সিদ্ধান্ত নেব না। এখানে ফিরে এসে সকলের সঙ্গে কথা বলে নেওয়া হবে সিদ্ধান্ত। তাতে আন্দোলন আরও দীর্ঘ বা তীব্র হলে হবে।’’

timer শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৩ key status

‘ঔদ্ধত্য’!

চিকিৎসকেরা বলেন, ‘‘ওঁরা বলছেন, আমাদের ঔদ্ধত্য রয়েছে। বৈঠক করতে চাই না। এটা ভুল। আমরা দেখতে চাই, ওঁরা কতটা কথা বলতে চান। আমাদের ন্যায় বিচারের লড়াই। তাঁরা ন্যায়বিচারের লড়াইকে কতটা নিয়ে যেতে পারেন, দেখছি।’’ 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন