Fake Passport Incident

পাসপোর্ট তদন্তে উদ্ধার ভুয়ো আধার কার্ড ও শংসাপত্র

ভুয়ো পাসপোর্ট-চক্রে জড়িত থাকার অভিযোগে লালবাজারের বিশেষ তদন্তকারী দল বা সিট সোমবার পর্যন্ত পাঁচ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ০৮:২২
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ভুয়ো পাসপোর্ট তৈরির ঘটনার তদন্তে নেমে এ বার পাসপোর্ট তৈরিতে ব্যবহৃত ভুয়ো পরিচয়পত্র উদ্ধার করেছে পুলিশ। রবিবার এবং সোমবার এই ঘটনায় ধৃতদের
বাড়িতে তল্লাশি চালানো হয়। তাতেই ওই ভুয়ো আধার কার্ড, জন্মের ভুয়ো শংসাপত্রের মতো নথি উদ্ধার করা হয়েছে। লালবাজারের এক কর্তা জানান, তল্লাশি অভিযানে গুরুত্বপূর্ণ ওই সব নথি উদ্ধার করা হয়েছে।

Advertisement

উল্লেখ্য, ভুয়ো পাসপোর্ট-চক্রে জড়িত থাকার অভিযোগে লালবাজারের বিশেষ তদন্তকারী দল বা সিট সোমবার পর্যন্ত পাঁচ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে রয়েছে বারাসতের কাজিপাড়ার বাসিন্দা সমরেশ বিশ্বাস এবং তার ছেলে রিপন বিশ্বাস। এ ছাড়া, ডাকঘরের দুই কর্মী, তারকনাথ দাস এবং দীপক মণ্ডলকেও গ্রেফতার করা হয়েছে। ভুয়ো নথি তৈরিতে অভিযুক্ত, পর্ণশ্রী থানা এলাকার বাসিন্দা দীপঙ্কর দাসকেও গ্রেফতার করেছেন তদন্তকারীরা।

পুলিশ জানিয়েছে, এর আগে দীপঙ্করকে জেরা করে হরিদেবপুর এলাকা থেকে ভুয়ো নথি তৈরির প্রচুর সরঞ্জাম উদ্ধার করেছিল পুলিশ। এ বার তল্লাশিতে পাওয়া গেল ভুয়ো আধার কার্ড এবং বিভিন্ন শংসাপত্র। পুলিশের তরফে আদালতে দাবি করা হয়েছিল, ভুয়ো নথি দিয়ে কলকাতায় কয়েক হাজার পাসপোর্ট তৈরি করার চেষ্টায় ছিল অভিযুক্তেরা। নতুন করে তল্লাশির পরে তদন্তকারীরা মনে করছেন, পাসপোর্ট তৈরি করার জন্য প্রচুর ভুয়ো নথি বানিয়েছিল অভিযুক্তেরা।

গোয়েন্দারা প্রাথমিক তদন্তে জেনেছেন, ভুয়ো পাসপোর্ট নিয়ে প্রায় ৭৩ জন বিদেশে পৌঁছে গিয়েছে। তাদের পাসপোর্ট খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন