Mithun Chakraborty

শাহের সভায় ‘উস্কানিমূলক’ মন্তব্য, বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুনের বিরুদ্ধে পুলিশে এফআইআর রুজু

সোমবার বৌবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে মিঠুনের বিরুদ্ধে। যেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বিজেপির একটি সভায় ‘উস্কানিমূলক’ মন্তব্য করেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ১১:২০
বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী।

বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। — ফাইল চিত্র।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় তাঁর উপস্থিতিতে ‘উস্কানিমূলক’ মন্তব্য করায় বিজেপি নেতা তথা প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল কলকাতা পুলিশে। লালবাজার সূত্রের খবর, সোমবার বৌবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মিঠুনের বিরুদ্ধে। যেখানে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বিজেপির একটি সভায় ‘উস্কানিমূলক’ মন্তব্য করেছেন মিঠুন। তাই তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। নিরাপত্তার স্বার্থে অভিযোগকারীর নাম গোপন রাখা হয়েছে। বৌবাজার থানা সূত্রের খবর, মিঠুনের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের নম্বর ২৫৫। তবে অভিযোগ দায়ের হওয়ার পর সিনেমায় ‘ফাটাকেষ্ট’ চরিত্রের অভিনেতার বিরুদ্ধে কলকাতা পুলিশ কড়া পদক্ষেপ নেবে কি না, তা এখনও ঠিক হয়নি বলেই লালবাজার সূত্রের খবর। বিধাননগর কমিশনারেট সূত্রে খবর, মঙ্গলবার আরও মিঠুনের বক্তৃতাকে উস্কানিমূলক বলে এক ব্যক্তি এফআইআর দায়ের করেছেন।

Advertisement

সম্প্রতি বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করতে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ২৭ অক্টোবর সেই কর্মসূচি সংক্রান্ত এক সভায় ছিলেন সদ্য ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মিঠুন। লোকসভা নির্বাচনের প্রচারে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীর একটি ‘বিতর্কিত’ মন্তব্য করেছিলেন। বিজেপির সভায় হুমায়ূনের সেই বক্তব্য টেনেই মিঠুন বলেন, ‘‘আমি স্বরাষ্ট্রমন্ত্রী সামনেই বলছি, যা করতে হয় সব করব। এই সব কিছুর মধ্যে অনেক অর্থ লুকিয়ে রয়েছে। আমাদের এখানকার এক নেতা বলেন, ৭০ শতাংশ মুসলিম, ৩০ শতাংশ হিন্দু। কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। ভাবলাম, মুখ্যমন্ত্রী তাঁকে কিছু বলবেন। এমন কথা না বলতে বলবেন। কিছু হল না। আমি মুখ্যমন্ত্রী নই। কিন্তু বলে রাখছি, ভাগীরথী নদী আমাদের মা। তাই ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেব না। কিন্তু তোমার মাটিতেই তোমাকে পুঁতে দেব!’’

কোনও রাখঢাক না করেই প্রবীণ অভিনেতা আরও বলেছিলেন, ‘‘বার বার বলছি, যা করতে হয় সব। এমন সদস্য চাই, যাঁরা বুক চিতিয়ে বলবেন, মার! কত গুলি আছে দেখি! এমন কর্মী চাই না, যাঁরা টাকা নিয়ে কাজ করেন। এমন করলে আপনারা তৃণমূলে চলে যান। আমি বলে যাচ্ছি, আপনারা আমাদের বাগানের একটা ফল যদি ছেঁড়েন, আমরা চারটে ছিঁড়ব। এটা সত্যি। নইলে জিততে পারব না।’’ ভোটারদের মধ্যে হিন্দু-মুসলিম সংক্রান্ত মন্তব্য করে প্রবীণ অভিনেতা বলেছিলেন, ‘‘এটা অভিনেতা মিঠুন চক্রবর্তী বলছে না। ১৯৬৮ সালের ২৮ বছর বয়সি মিঠুন বলছে। রাজনীতি করেছি। রক্তের রাজনীতি করেছি। সব জানি, কে কোথা থেকে কী করবে। আপনাদের পাশে চাই। সাহস চাই। বুক চিতিয়ে এগিয়ে আসতে হবে।’’ লালবাজার সূত্রের খবর, তাঁর এই মন্তব্যের জেরেই ওই এফআইআর দায়ের হয়েছে। সিনেমার পর্দায় মিঠুনের মারকাটারি সংলাপ দশকের পর দশক দর্শকদের বিনোদন দিয়েছে। কিন্তু বাস্তব জীবনেও সেই ধরনের সংলাপ সম্বলিত রাজনৈতিক বক্তৃতা দিয়ে বিতর্কে জড়িয়েছেন তিনি।

প্রসঙ্গত, এ বার পুজোয় তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর সঙ্গে মিঠুন অভিনীত ‘শাস্ত্রী’ ছবিটি মুক্তি পেয়েছে। ডিসেম্বর মাসে মুক্তি পাবে তৃণমূল বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘সন্তান’। সেখানেও মিঠুন অভিনয় করেছেন। বিজেপি নেতা হয়েও তাঁর তৃণমূল বিধায়কদের সঙ্গে কাজ করার দৃষ্টান্তে সামজমাধ্যমে নানা মন্তব্য করা শুরু হয়েছে। যদিও মিঠুন তাতে একেবারেই বিচলিত নন। বাংলা ছবির জগতেরও অনেকের মতে, পেশাগত কাজের সঙ্গে রাজনৈতিক পরিচয়ের কোনও সম্পর্ক নেই। ফলে মিঠুনকে অযথা বিতর্কে জড়ানো হচ্ছে। আগেও তিনি তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের ছবিতে তাঁর সঙ্গে কাজ করেছেন। তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। তবে তা কখনও থানা-পুলিশ পর্যন্ত গড়ায়নি। এ বার তাঁর বক্তব্য নিয়ে এফআইআর রুজু করা হয়েছে। এখন দেখার, পুলিশ কী করে ওই অভিযোগ নিয়ে। মিঠুনেরই বা অবস্থান কী হয়।

আরও পড়ুন
Advertisement