সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। —ফাইল চিত্র।
বুধবার বিকেল ৩টেয় সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হবে। জানিয়েছে শীর্ষ আদালত। এই নিয়ে পর পর দু’বার শুনানি পিছিয়ে দেওয়া হল।
আরজি কর মামলার শুনানির সময় আবার পিছিয়ে গেল। সুপ্রিম কোর্টে বুধবার বিকেলে এই মামলার শুনানি হবে।
সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হবে যে তিন বিচারপতির বেঞ্চে, তা বসে গিয়েছে। প্রধান বিচারপতি ছাড়াও বেঞ্চে রয়েছেন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র।
পৌনে ১১টা নাগাদ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বসল। কিছু পরেই এই বেঞ্চে শুরু হবে আরজি কর মামলার শুনানি।
সিভিক ভলান্টিয়ার নিয়ে রাজ্য সরকারের হলফনামা দেওয়ার কথা বুধবার। হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলিতে নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে রাজ্য কী কী কাজ করেছে তা-ও বুধবার আদালতে জানানোর কথা রাজ্য সরকারের।
মঙ্গলবারের শুনানিতে তদন্তের গতিপ্রকৃতি সম্পর্কে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল সিবিআইয়ের। শুক্রবার ওই রিপোর্ট দিতে পারে তারা।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির কথা থাকলেও তা স্থগিত হয়ে যায়। পরে প্রধান বিচারতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছিল, বুধবার সবার আগে এই মামলার শুনানি হবে।
আর কিছু ক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে শুরু হতে চলেছে আরজি কর মামলার শুনানি।