Manoj Verma

ঢেলে সাজানো হচ্ছে শহরের নিরাপত্তা, আশ্বাস নগরপালের

মূলত, চিংড়িঘাটায় যানজটের ‘কাঁটা’ সরাতে গোটা এলাকা ঘিরে পরিকল্পনা অনুযায়ী একাধিক কাজ শুরুর আগে এ দিন সেখানে পরিদর্শনে যান তিনি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ০৮:৩৬
কলকাতার নগরপাল মনোজ বর্মা।

কলকাতার নগরপাল মনোজ বর্মা। —ফাইল চিত্র।

গত কয়েক দিনে শহরতলি থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে একাধিক জনকে। পাশাপাশি, বিগত কয়েক মাস ধরে বাংলাদেশের উদ্বেগজনক পরিস্থিতিতে অনুপ্রবেশের আশঙ্কাও বেড়েছে। এই অবস্থায় বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রেখে শহরের সুরক্ষা অটুট রাখতে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে বলে মন্তব্য করলেন কলকাতার নগরপাল মনোজ বর্মা। বাংলাদেশের প্রভাব কোনও ভাবে যাতে শহরে না পড়ে, তার জন্য উৎসবের দিনগুলিতে পথে অতিরিক্ত বাহিনী নামানো হবে বলেও তিনি জানিয়েছেন।

Advertisement

সোমবার সকালে চিংড়িঘাটায় যান নগরপাল। মূলত, চিংড়িঘাটায় যানজটের ‘কাঁটা’ সরাতে গোটা এলাকা ঘিরে পরিকল্পনা অনুযায়ী একাধিক কাজ শুরুর আগে এ দিন সেখানে পরিদর্শনে যান তিনি। সেখানেই বাংলাদেশের পরিস্থিতি প্রসঙ্গে শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্নের উত্তরে নগরপাল এ কথা জানান। তাঁর কথায়, ‘‘অনেক তথ্যের ভিত্তিতে কলকাতা পুলিশ কাজ করে। কোথা থেকে কে আসছে, সে দিকে আমাদের নজর থাকে। সব রকম তথ্যের ভিত্তিতে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। বাংলাদেশের পরিস্থিতির উপরেও আমাদের নজর রয়েছে। বাংলাদেশের প্রভাব যাতে কোনও ভাবে এ দিকে না পড়ে, তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’

এ দিকে, চিংড়িঘাটায় নিত্য যানজটের রোগ সারাতে এ দিন একাধিক ভাবনার কথা জানিয়েছেন নগরপাল। ওই এলাকায় আন্ডারপাস তৈরির পাশাপাশি ক্যাপ্টেন ভেড়ির সামনে মেট্রোর লাইনের নীচে বিকল্প রাস্তা তৈরি করা হবে বলেও জানানো হয়েছে। এমনকি, নিউ টাউন থেকে কলকাতামুখী গাড়ির গতি বাড়াতে চিংড়িঘাটা মোড়ের
কয়েকটি দোকান-সহ বাড়ি অন্যত্র সরানো হবে বলেও জানিয়েছেন নগরপাল। ইতিমধ্যেই সেই বিকল্প সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। নগরপাল বলেন, ‘‘ইএম বাইপাস একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তায় ভিভিআইপি-রা চলাচল করেন। রেলের তরফে এই এলাকায় কিছু কাজ করা হবে। সব কাজ মিটলে চিংড়িঘাটায় যানজটের ভোগান্তি অনেক কমবে আশা করি।’’

Advertisement
আরও পড়ুন