বেআইনি বাড়ি ভাঙতে গিয়ে পুরসভার বিল্ডিং দফতরের ইঞ্জিনিয়ারেরা একাধিক বার প্রহৃত হয়েছেন বলে অভিযোগ। —প্রতীকী চিত্র।
বেআইনি বাড়ি ভাঙতে গিয়ে নিগৃহীত হলেন কলকাতা পুরসভার বিল্ডিং দফতরের ইঞ্জিনিয়ারেরা। বুধবার দুপুরে মেটিয়াবুরুজের রাজাবাগান থানা এলাকায় একটি দোতলা বেআইনি বাড়ি ভাঙতে যাওয়ায় এক পুরকর্মীকে বাঁশ দিয়ে মেরে পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ, বৃহস্পতিবার রাজাবাগান থানায় পুলিশের কাছে এফআইআর করা হবে বলে পুর বিল্ডিং দফতর সূত্রের খবর।
গার্ডেনরিচ, মেটিয়াবুরুজ এলাকায় গত দু’মাসে বেআইনি বাড়ি ভাঙতে গিয়ে পুরসভার বিল্ডিং দফতরের ইঞ্জিনিয়ারেরা একাধিক বার প্রহৃত হয়েছেন বলে অভিযোগ। এ দিন দুপুরে পুরসভার ১৩৮ নম্বর ওয়ার্ডের অধীনস্থ রাজাবাগান থানা এলাকার মাদারসাহেব মাঠ লেনের একটি দোতলা বেআইনি বাড়ি ভাঙতে যান পুর বিল্ডিং দফতরের ইঞ্জিনিয়ারেরা। পুরসভা সূত্রের খবর, সেই কাজে গেলে শ’খানেক বাসিন্দা ইঞ্জিনিয়ারদের দিকে তেড়ে আসেন। তিন জন ইঞ্জিনিয়ারকে ঘিরে কটূক্তি করতে থাকেন তাঁরা। অভিযোগ, পর্যাপ্ত পুলিশবাহিনী ছিল না তাঁদের সঙ্গে। এক জন পুলিশ আধিকারিক ঘটনার সময়ে খুব কাছে থাকলেও তিনি প্রতিরোধে কোনও ব্যবস্থা নেননি বলে অভিযোগ করা হয়েছে পুরসভার বিল্ডিং দফতরের তরফে।
বেআইনি বাড়ি ভাঙতে যাওয়ায় নিগ্রহের ঘটনা বাড়তে থাকায় ক্ষোভ প্রকাশ করেন পুর বিল্ডিং দফতরের ইঞ্জিনিয়ারেরা। তাঁদের অভিযোগ, ‘‘আমাদের বরাবরের দাবি, বেআইনি বাড়ি ভাঙতে গেলে পর্যাপ্ত পুলিশ সঙ্গে দেওয়া হোক। কিন্তু প্রতি ক্ষেত্রেই দেখা যাচ্ছে, পর্যাপ্ত পুলিশ না থাকায় কিছু লোক এসে আমাদের আক্রমণ করে চলে যাচ্ছে। এই প্রবণতা চললে আগামী দিনে আমাদের উপরে ভয়াবহ আক্রমণ হতে পারে।’’ পুরো ঘটনা প্রসঙ্গে পুরসভার বিল্ডিং দফতরের এক আধিকারিক বলেন, ‘‘বেআইনি বাড়ি ভাঙার সময়ে পর্যাপ্ত পুলিশ যাতে থাকে, সে বিষয়ে লালবাজারে ফের জানানো হবে।’’