সরাসরি
Junior Doctor's Rally

‘আর কত দিন সময় চাই? জবাব দাও সিবিআই!’ ডাক্তারদের মহামিছিলে ফের উঠল বিচারের দাবি

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স ফ্রন্টের ডাকা এই মিছিলে শামিল হয়েছেন বহু সাধারণ মানুষও। কলেজ স্কোয়্যার থেকে মিছিল শুরু হবে। ধর্মতলায় গিয়ে শেষ হবে এই কর্মসূচি।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৪ ১৫:০৫
চলছে মহালয়ার মহামিছিল।

চলছে মহালয়ার মহামিছিল। ছবি: সারমিন বেগম।

সংক্ষেপে
মঙ্গলবার থেকেই ফের কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তারেরা। রাজ্য সরকারের কাছে নতুন করে জানিয়েছেন ১০ দফা দাবি। বুধবার আরজি করের নির্যাতিতার বিচারের দাবি এবং রাজ্যের সমস্ত কলেজ-হাসপাতাল থেকে শুরু করে সমাজের সর্ব স্তরে ‘ভয়ের রাজনীতি’র প্রতিবাদে দুপুরে কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের ডাক দিয়েছেন তাঁরা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স ফ্রন্টের ডাকা এই মিছিলে শামিল হয়েছেন বহু সাধারণ মানুষও। কলেজ স্কোয়্যার থেকে মিছিল শুরু হবে। ধর্মতলায় গিয়ে শেষ হবে এই কর্মসূচি।
আরও
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৪ ১৫:৪৩ key status

গন্তব্যের পথে

আর কিছুক্ষণেই মহালয়ার ‘মহামিছিল’ পৌঁছবে ধর্মতলায়। সেখানে পৌঁছে শুরু হবে ‘মহাসমাবেশ’। আন্দোলনের গতিপ্রকৃতি নিয়ে বক্তৃতা করবেন উদ্যোক্তারা।

timer শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৪ ১৫:৩৫ key status

এসেছেন অভিনেত্রী ঊষশী চক্রবর্তী

মিছিলে হাঁটছেন অভিনেত্রী ঊষশী চক্রবর্তী। সংবাদমাধ্যমকে বললেন, ‘‘মহালয়া মানে অসুর নিধন, অশুভ শক্তির বিনাশ। সমাজে যে সব জ্যান্ত অসুর রয়েছে, যারা আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, তাদের শাস্তির দাবিতেই আজকের  এই মিছিল। যতদিন না তাদের বিনাশ হচ্ছে, গ্রাম-শহর সর্বত্র উৎসব আর প্রতিবাদ হাতে হাত মিলিয়ে চলবে।’’ 

Advertisement
timer শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৪ ১৫:৩১ key status

মুখোমুখি রুমেলিকা

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মুখ রুমেলিকা কুমার।

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মুখ রুমেলিকা কুমার। ছবি: সারমিন বেগম।

মিছিলে এসেছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মুখ রুমেলিকা কুমারও। বললেন, ‘‘এই যে এত সাধারণ মানুষ  মিছিলে এসেছেন, পায়ে পা মিলিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন, তাঁদের সাহায্য ছাড়া এই আন্দোলন হত না।’’

timer শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৪ ১৫:২২ key status

মেডিক্যাল কলেজের গেটে স্লোগানিং

মিছিল এখন কলকাতা মেডিক্যাল কলেজের সামনে। কলেজের গেটের বাইরে দাঁড়িয়ে চলছে স্লোগান। 

Advertisement
timer শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৪ ১৫:১১ key status

কলকাতা মেডিক্যাল কলেজের সামনে

রয়েছে আট থেকে আশি— সকলেই।

রয়েছে আট থেকে আশি— সকলেই। ছবি: সারমিন বেগম।

মিছিল এই মুহূর্তে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সামনে। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাস্তায় মানুষের ঢল।

timer শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৪ ১৫:০৫ key status

মিছিল পৌঁছল সেন্ট্রাল অ্যাভিনিউয়ে

মিছিল এগোচ্ছে।

মিছিল এগোচ্ছে। ছবি: সারমিন বেগম।

জুনিয়র ডাক্তারদের মিছিল পায়ে পায়ে এমজি রোড পেরিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে পৌঁছল। পরস্পরের হাত ধরে মানববন্ধন তৈরি করে এগোচ্ছেন মানুষ।

Advertisement
timer শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৪ ১৪:৪৯ key status

এমজি রোড পেরিয়ে সিআর অ্যাভিনিউয়ের পথে

গায়ে স্লোগান লেখা চাদরও জড়িয়ে এসেছেন কেউ কেউ।

গায়ে স্লোগান লেখা চাদরও জড়িয়ে এসেছেন কেউ কেউ। ছবি: সারমিন বেগম।

ডাক্তারদের মহামিছিলে আজও শোনা গেল নানা চেনা স্লোগান। ফের উঠল নির্যাতিতার বিচারের দাবি। ‘উই ওয়ান্ট জাস্টিস’, কিংবা ‘জাস্টিস ফর আরজি কর’-এর পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী দলের উদ্দেশ্যেও ভেসে এল কটাক্ষ। প্রলম্বিত তদন্তপ্রক্রিয়ার সমালোচনা করে স্লোগান উঠল, ‘আর কত দিন সময় চাই? জবাব দাও সিবিআই!’

timer শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৪ ১৪:৩৮ key status

জট কাটল, ফের এগোল মিছিল

ব্যানারে প্রীতিলতার ছবি, স্লোগান।

ব্যানারে প্রীতিলতার ছবি, স্লোগান। ছবি: সারমিন বেগম।

আবার এগোচ্ছে মিছিল। এমজি রোডে এখন মানুষের ঢল। সকলেই এসেছেন নিজস্ব পোস্টার, ব্যানার নিয়ে। কোনও কোনওটিতে আবার স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের ছবি। সঙ্গে লেখা, ‘‘প্রীতিলতার এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নেই।’’

timer শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৪ ১৪:৩৩ key status

এমজি রোডে অপেক্ষায়

এমজি রোডে মানুষের ঢল।

এমজি রোডে মানুষের ঢল। ছবি: সারমিন বেগম।

এমজি রোডে পৌঁছল মিছিল। সেখানে কিছু ক্ষণের অপেক্ষা। আসছেন আরও মানুষ। এখনও এসে পৌঁছননি অনেকেই। তাঁরা যোগ দিলেই ফের মিছিল এগোবে। 

timer শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৪ ১৪:১৭ key status

মিছিলের যাত্রাপথ

কলেজ স্কোয়্যার থেকে শুরু হয়েছে মিছিল। কলেজ স্ট্রিট থেকে এমজি রোড, সিআর অ্যাভিনিউ হয়ে ধর্মতলা পর্যন্ত গিয়ে মিছিল শেষ হবে। 

timer শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৪ ১৪:০৮ key status

শুরু হল মিছিল

ছবি: সারমিন বেগম।

দুপুর ২টো নাগাদ মিছিল শুরু হল। ডাক্তারদের ডাকে সাড়া দিয়ে জড়ো হয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। আট থেকে আশি— এসেছেন সকলেই।

timer শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৪ ১৩:৫৮ key status

কলেজ স্কোয়্যারে চলছে তোড়জোড়

সাধারণ মানুষের ঢল।

সাধারণ মানুষের ঢল। ছবি: সারমিন বেগম।

মহালয়ায় মহামিছিলের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। আরজি করের নির্যাতিতার বিচারের দাবির পাশাপাশি রাজ্যের সমস্ত কলেজ-হাসপাতাল থেকে শুরু করে সমাজের সর্ব স্তরে ‘ভয়ের রাজনীতি’র প্রতিবাদে এই মিছিল। কলেজ স্কোয়্যার থেকে শুরু হচ্ছে মিছিল। জড়ো হয়েছেন বহু মানুষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন