High Court

মৃতার বাবাকে সিসিটিভি ফুটেজ দেখার অনুমতি

মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন, এ দিনই দুপুরে হরিদেবপুর থানায় তদন্তকারী আধিকারিকের উপস্থিতিতে ও তত্ত্বাবধানে ওই নেশামুক্তি কেন্দ্রের সিসি ক্যামেরার ফুটেজ দেখবেন মৃত তরুণীর বাবা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ০৬:৩৩
মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নির্দেশ দেন।

মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নির্দেশ দেন। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

ঠাকুরপুকুরের নেশামুক্তি কেন্দ্রে এক তরুণী আবাসিকের রহস্য-মৃত্যুর ঘটনায় তাঁর বাবাকে সিসি ক্যামেরার ফুটেজ দেখার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন, এ দিনই দুপুরে হরিদেবপুর থানায় তদন্তকারী আধিকারিকের উপস্থিতিতে ও তত্ত্বাবধানে ওই নেশামুক্তি কেন্দ্রের সিসি ক্যামেরার ফুটেজ দেখবেন মৃত তরুণীর বাবা। বিচারপতির পর্যবেক্ষণ, মানসিক শান্তির ও ঘটনা সংক্রান্ত সংশয় কাটানোর স্বার্থে মৃতার পরিবারের এক জন সিসি ক্যামেরার ফুটেজ দেখতে পারবেন।

Advertisement

এই মামলায় নেশামুক্তি কেন্দ্রের সিসি ক্যামেরার ফুটেজ কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরিকে দিয়ে পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছিল আদালত। এ দিন সেই ফরেন্সিক রিপোর্ট ও মামলার কেস ডায়েরি কোর্টে জমা দেন রাজ্যের আইনজীবী। মৃতার পরিবারের আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় এই ঘটনায় সিআইডি তদন্তের আর্জি জানান। তাঁর প্রশ্ন, নিষিদ্ধ হওয়া সত্ত্বেও নেশামুক্তি কেন্দ্রে ওড়না মিলেছিল কী ভাবে? প্রসঙ্গত, তরুণীর দেহ উদ্ধার হয়েছিল গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায়। এই মামলায় আগেও একাধিক অসঙ্গতির কথা মৃতার পরিবারের আইনজীবীরা আদালতে তুলেছিলেন। আদালত জানিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি আগামী ১১ ডিসেম্বর।

আরও পড়ুন
Advertisement