Fire

টালিগঞ্জের স্টুডিয়ো পাড়ায় প্রযোজনা সংস্থার গুদামে আগুন, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

গুদামটি বেশ ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। আগুন লাগার পর আশপাশের বাড়ি থেকে অনেকে দূরে সরে যান। এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ার আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকলের বাহিনীকে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২২ ০৮:২১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়। টালিগঞ্জের কুঁদঘাট এলাকায় স্টুডিয়ো পাড়ায় এক প্রযোজনা সংস্থার গুদামে লাগল আগুন। ঘটনাস্থল পোঁছেছে দমকলের বিশাল বাহিনী। দমকলের প্রায় ১৫টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

বাবুরাম ঘোষ রোডের গুদামটি বেশ ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। আগুন লাগার পর আশেপাশে বাড়ি থেকে অনেক দূরে সরে যান। এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ার আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকলের বাহিনীকে।

Advertisement

দমকল সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ আগুন লাগে গুদামটিতে। আগুন লাগার সময় গুদামটিতে কেউ উপস্থিত ছিলেন না। কিন্তু প্রযোজনা সংস্থার বিপুল সরঞ্জাম সেখানে রাখা ছিল। সেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগুনের তাপে আশপাশের বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ঘটনাস্থলের আশপাশের প্রায় প্রতিটি বাড়িতে গিয়ে বাসিন্দাদের সঙ্গে দেখা করছেন মন্ত্রী অরূপ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকল বাহিনী আগুন লাগার প্রায় আধ ঘণ্টা পরে ঘটনাস্থলে পৌঁছয়। গুদামটিতে অগ্নিনির্বাপণের কোনও ব্যবস্থা ছিল না বলেও জানিয়েছেন স্থানীয়রা।

Advertisement
আরও পড়ুন