নতুন বই দিয়ে তাদের পাশে দাঁড়াতে উদ্যোগী হল কলকাতা জেলাবিদ্যালয় পরিদর্শকের দফতর। —প্রতীকী চিত্র।
শহরে সাম্প্রতিক সময়ে পর পর ঘটে যাওয়া কয়েকটি অগ্নিকাণ্ডে বই-খাতা পুড়েছে বেশ কয়েক জন পড়ুয়ার। নতুন বই দিয়ে তাদের পাশে দাঁড়াতে উদ্যোগী হল কলকাতা জেলাবিদ্যালয় পরিদর্শকের দফতর। এমনকি, প্রমাণ দেখালে পুড়ে যাওয়া মার্কশিট বা প্রয়োজনীয় নথির ডুপ্লিকেট দেওয়ার কথাও জানিয়েছে মধ্যশিক্ষা পর্যদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
সমগ্র শিক্ষা মিশনের চেয়ারম্যান কার্তিক মান্না রবিবার জানান, নিউ আলিপুরে দুর্গাপুর সেতুরনীচের বস্তিতে শনিবার সন্ধ্যায় যে আগুন লাগে, সেখানকারদুই মাধ্যমিক পরীক্ষার্থীর হাতে ইতিমধ্যেই নতুন বই তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘‘গত কয়েক দিনে নিউ আলিপুর ছাড়াওশহরের কয়েকটি জায়গায় আগুন লেগেছে। সেই সব এলাকায়কোনও পড়ুয়ার বই পুড়ে গিয়ে থাকলে তারা বা তাদের স্কুল কর্তৃপক্ষ যেন আমাদের দফতরে যোগাযোগ করেন। আমরা ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের নতুন বই দেওয়ার ব্যবস্থা করব।’’ কার্তিক জানান, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বই পুড়ে গেলে দ্রুত বই দেওয়ায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
নিউ আলিপুরে দুর্গাপুর সেতুর নীচে শনিবারের আগুনে আশ্রয়হারারা আপাতত ঠাঁই নিয়েছেননিউ আলিপুর মাল্টিপারপাজ় গভর্নমেন্ট স্কুলে। দুই মাধ্যমিক পরীক্ষার্থীও সেখানেই আশ্রয় নিয়েছিল। ওই স্কুলের প্রধান শিক্ষক নীলাঞ্জন মজুমদার বলেন, ‘‘আমাদের কাছে খবর আসে, দুই পরীক্ষার্থীর সমস্ত বই পুড়ে গিয়েছে।কলকাতা জেলা শিক্ষা দফতরকে সে কথা জানাই। রবিবার সকালেই তাদের নতুন বই দেওয়া হয়েছে।’’
নিউ আলিপুরের অগ্নিকাণ্ডের ঠিক আগের দিন, শুক্রবার দুপুরে তপসিয়ার মজদুরপাড়ারবস্তিতে বিধ্বংসী আগুন লেগেছিল। ওই বস্তির বাসিন্দারা জানান, তাঁদের এলাকার কয়েক জন স্কুলপড়ুয়ার বই-খাতা পুড়েছে। কলকাতাজেলা স্কুল পরিদর্শকের অফিসের এক কর্তা বলেন, ‘‘সবার খোঁজপাওয়া হয়তো আমাদের পক্ষে সম্ভব নয়। তাই ক্ষতিগ্রস্ত পড়ুয়ার স্কুল বা পার্শ্ববর্তী স্কুলের কর্তৃপক্ষযেন আমাদের সঙ্গে যোগাযোগ করেন। তবে ২ জানুয়ারি থেকেনতুন বই পড়ুয়াদের দেওয়া হবে। তবু কেউ যদি আগের ক্লাসের বইরাখতে চায়, তা হলেও তাকে পুড়ে যাওয়া বইয়ের নতুন কপি দেওয়া হবে।’’
শুধু বই-ই নয়, অনেক পড়ুয়ার নথিপত্র পুড়ে যাওয়ার পাশাপাশি স্কুলের পোশাক ও জুতোও পুড়ে গিয়েছে। কার্তিক জানান, এমন ক্ষেত্রে নতুনকরে সে সব দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, পরীক্ষার মার্কশিট বা প্রয়োজনীয় নথি পুড়ে গিয়ে থাকলে এবংউপযুক্ত প্রমাণ পেলে সেই পড়ুয়াদের পাশে রয়েছে পর্ষদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘কোনও পড়ুয়ার উচ্চ মাধ্যমিকের মার্কশিট বা যে কোনও প্রয়োজনীয় নথি পুড়ে গেলে এবং উপযুক্ত প্রমাণ দেখালে, তাকে বিনামূল্যে ডুপ্লিকেট নথিদেওয়া হবে।’’